আমাদের ভারত, ব্যারাকপুর, ২৯ অক্টোবর: ভাটপাড়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের বংশী সাউয়ের গোডাউনের পাশে কচুবনে মিলল বোমার হদিশ। মঙ্গলবার সকালের দিকে কচুবনের মধ্যে লুকিয়ে রাখা বোমা নজরে আসে স্থানীয়দের। ভাটপাড়া থানার পুলিশ জায়গাটিকে ঘিরে রাখে। ঢিল ছোঁড়া দূরত্বে বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের বাড়ি। বোমার বিষয়ে প্রিয়াঙ্গু পান্ডে বলেন, তাঁর গাড়িতে হামলার ঘটনায় গতকাল এনআইএ তদন্তে এসেছিল। তারপরেই তাঁর বাড়ির কাছেই বোমার হদিশ। এর পিছনে চক্রান্তের গন্ধ পাচ্ছেন বিজেপি নেতা।
এদিন তিনি বলেন, “আমার ওপর যারা বোমা মেরে গুলি চালিয়েছিল তারাই হয়ত বোমা রেখে গেছে। পুলিশের উচিত এই ঘটনার তদন্ত এনআইএ’কে দিয়ে দেওয়া। আমাদের পুলিশের উপর বিশ্বাস নেই। আমাকে খুন করার চক্রান্ত করা হচ্ছে, নইলে আমাকে বদনাম করার জন্য এই বোমা রেখে দেওয়া হয়েছে।”
অপরদিকে বোমার হদিশ মেলায় তৃণমূল নেতা অরুণ সাউ এনআইএ তদন্তের দাবি করেছেন। তৃণমূল কাউন্সিলরের পাল্টা দাবি, “এই বোমাগুলি বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা রেখেছে। সামনে কালী পুজো ও ছট পুজো আছে, ওরা ভাটপাড়াকে আবার অশান্ত করতে চাইছে, তাই বোমা মজুত করেছে। যে বিজেপি নেতার বাড়ির সামনে বোমা মিলেছে তার বাড়িতে প্রচুর সিসি ক্যামেরা আছে তারা সেগুলো খতিয়ে দেখুক কারা রেখেছে বোম। না হলে এনআইএ’কে নিয়ে আসুক।”