আমাদের ভারত, ২৯ অক্টোবর: অসুস্থ কিশোরীকে এক অ্যাম্বুলেন্স চালকের শ্লীলতাহানির চেষ্টার অভিযোগকে ঘিরে সম্প্রতি উত্তেজনা দেখা দিয়েছিল পাথরপ্রতিমায়। নির্যাতিতা মেয়েটি ও তার পরিবারের সঙ্গে মঙ্গলবার দেখা করেন বিজেপি-র রাজ্য সাধারণ সম্পাদিকা অগ্নিমিত্রা পাল।
অভিযোগ, তৃণমূল নেতাদের রাজনৈতিক হস্তক্ষেপে অভিযুক্তকে আড়াল করা হয়। POCSO-এর অধীনে দায়ের করা মামলা এড়াতে পুলিশ এটিকে একটি ছোট ঘটনা হিসাবে দাবি করে।
প্রসঙ্গত, গত ১৮ অক্টোবর মাত্র ১৪ বছর বয়সী একটি মেয়ের উপর ভয়ঙ্কর হামলার ঘটনা ঘটে। সাপে কামড়ানোর জন্য চিকিৎসা নেওয়ার প্রয়োজনে মেয়েটি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে যায়। চিকিৎসারত অবস্থায় অ্যাম্বুলেন্স চালক রাত প্রায় ৩.৩০ টার সময় তাকে ফোন করে নিজের ঘরে ডেকে শ্লীলতাহানির চেষ্টা করে।