রায়গঞ্জে কার পার্কিংয়ের ব্যবস্থা না থাকায় মার খাচ্ছেন সুপার মার্কেটের ব্যবসায়ীরা

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২৫ জানুয়ারি: উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ শহরের ব্যস্ততম সুপার মার্কেট এলাকায় রাজপথের ধারে থাকা অস্থায়ী ট্যাক্সি ও বেসরকারি প্রাইভেট গাড়ির স্ট্যান্ডের কারনে সমস্যায় পথচারী থেকে মার্কেটের ব্যবসায়ীরা৷ দোকানগুলোর সামনে সার সার গাড়ি দাঁড়িয়ে থাকায় খদ্দেরদের দোকানে ঢুকতে বাধার সম্মুখীন হতে হচ্ছে। ফলে ব্যবসায় মার খাচ্ছেন সুপার মার্কেটের ব্যাবসায়ীরা।

রায়গঞ্জ পুরসভার কাছে স্থায়ী ট্যাক্সি স্ট্যান্ড তৈরি করে দেওয়ার দাবি তুলেছেন ব্যাবসায়ী, ট্যাক্সি ও প্রাইভেট গাড়ির চালকরা। শহরের শিলিগুড়ি মোড় ও কসবা এলাকায় পূর্ত দপ্তরের ফাঁকা জায়গায় স্থায়ী ট্যাক্সি স্ট্যান্ড নির্মানের জন্য জেলা পূর্ত দপ্তরের কাছে আবেদন করা হয়েছে বলে জানিয়েছে রায়গঞ্জ পুরসভা কর্তৃপক্ষ।

রায়গঞ্জ শহরের অন্যতম বানিজ্যিক কেন্দ্র নেতাজী সুভাষ রোড রাজপথের ধারে সুপার মার্কেট। সরকারি এই মার্কেটে রয়েছে কয়েকশো দোকান ও বিভিন্ন সরকারি অফিসের দপ্তর। ফলে কেনাকাটা থেকে সরকারি অফিসের কাজে এই এলাকায় সাধারন মানুষের ভিড় লেগেই থাকে। এই সুপার মার্কেটের সামনের সারির দোকানগুলোর সামনে রাজপথের ধারেই দীর্ঘদিন ধরে রয়েছে অস্থায়ী ট্যাক্সি স্ট্যান্ড। এই ট্যাক্সি স্ট্যান্ডে থাকা প্রায় শ’তিনেক গাড়ির কারনে দোকানগুলোতে ক্রেতা সাধারনের প্রবেশ দুঃসাধ্য হয়ে ওঠে। ফলে প্রতিনিয়তই স্থানীয় ব্যাবসায়ীদের সাথে ট্যাক্সি ও প্রাইভেট গাড়ির চালকদের মধ্যে ঝামেলা বচসা লেগেই থাকে।

গাড়ি চালকরা জানিয়েছেন, রায়গঞ্জ শহরের রেললাইনের ওপারে একটি স্ট্যান্ড থাকলেও ব্যাস্ততম এই এলাকায় স্থায়ী কোনও ট্যাক্সি স্ট্যান্ড না থাকায় রাজপথের ধারে সুপার মার্কেট এলাকায় তাঁরা দীর্ঘদিন ধরে গাড়িগুলি রেখে ব্যাবসা করেন৷ এতে যে দোকানদারদের সমস্যা হচ্ছে তা একবাক্যে স্বীকার করে নিয়েছেন চালকরা। তাঁরা রায়গঞ্জ পুরসভার কাছে এই এলাকায় একটি স্থায়ী ট্যাক্সি স্ট্যান্ডের দাবি করেছেন।

সুপার মার্কেটের ব্যাবসায়ীদের অভিযোগ, দোকানের সামনে সার সার গাড়ি দাঁড়িয়ে থাকায় দোকানে খদ্দেররা আসতে পারেন না। ফলে তাঁরা ব্যাবসায় মার খাচ্ছেন। ব্যাবসায়ীরা এই অস্থায়ী ট্যাক্সি স্ট্যান্ড অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি তুলেছেন। বহুবার তাঁরা রায়গঞ্জ পুরপ্রশাসনের কাছে এই সমস্যা সমাধানের আর্জি জানিয়েছেন।

রায়গঞ্জ শহরের এই জ্বলন্ত সমস্যা নিয়ে রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস জানিয়েছেন, এধরনের দাবি বা প্রস্তাব তাদের কাছে জানানো হয়নি। তবে সমস্যার কথা বিবেচনা করে স্থায়ী ট্যাক্সি স্ট্যান্ড নির্মানের জন্য প্রয়োজনীয় জায়গার খোঁজ করছে পুরসভা কর্তৃপক্ষ। ইতিমধ্যেই রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় ও কসবা মোড় এলাকায় পূর্ত দপ্তরের অধীনে পড়ে থাকা ফাঁকা জায়গা পুরসভাকে দেওয়ার জন্য আবেদন করেছে পুরসভা কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *