আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ২৫ জানুয়ারি: নদীতে স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু হল তিন যুবকের। ঘটনাটি ঘটেছে বীরভূমের মহম্মদবাজার থানার আঙ্গারগরিয়া গ্রামের কাছে ময়ূরাক্ষী নদীর বরাম ঘাটে। পুলিশ সূত্রে জানা যায়, মৃতদের নাম রোহন শর্মা, রোহিত শর্মা, রাহুল শর্মা। তিনজনের মধ্যে দুজনের বাড়ি হল মল্লারপুর থানার রসুলপুর গ্রামে। প্রত্যেকের বয়স ২২ থেকে ২৬ এর মধ্যে। একজনের বাড়ি মহম্মদবাজারের আঙ্গারগরিয়া গ্রামে।
সোমবার নদীতে স্নান করতে নেমে হঠাৎ তলিয়ে যায় তিনজন। খবর পেয়ে গ্রামবাসীরা ছুটে এসে উদ্ধার কাজ শুরু করে। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়। তাদের মহম্মদবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সকলকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পরে মহম্মদবাজার থানার পুলিশ গিয়ে মৃতদেহ ময়নাতদন্তের জন্য সিউড়িতে পাঠায়।