আমাদের ভারত, ১৯ মার্চ: দিনহাটায় এক মহিলাকে চাকরি দেওয়ার বদলে তার কাছ থেকে টাকা নিয়েছে এক তৃণমূল নেতা। তবে কেবল টাকা নিয়েই সে থেমে যায়নি। চাকরি প্রার্থী ওই মহিলাকে ধর্ষণ করে তাকে হুমকিও দিয়েছে বলে অভিযোগ আব্দুল মান্নান নামে তৃণমূল নেতার বিরুদ্ধে। এই ঘটনায় সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
তাঁর কথায়, আনুষ্ঠানিক ভাবে ওই তৃণমূল নেতাকে গ্রেফতার করা হলেও পরে আবার ছেড়ে দেওয়া হবে, যাতে সে তার এই অবৈধ অশালীন কাজ আগামী দিনেও চালিয়ে যেতে পারে। সোশ্যাল মিডিয়ায় দিনহাটার ঘটনার প্রসঙ্গ টেনে সুকান্ত মজুমদার লিখেছেন, এই ঘটনা মর্মান্তিক ও লজ্জাজনক। তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতিগ্রস্ত ও আইনহীন শাসনের অধীনে, পশ্চিমবঙ্গ অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। তিনি লিখেছেন, দিনহাটার এক তৃণমূল নেতা একজন মহিলাকে চাকরি দেওয়ার নাম করে প্রথমে তার কাছ থেকে টাকা লুটেছেন। তারপর একটি ইন্টারভিউ- এর কথা বলে তাকে নির্মমভাবে ধর্ষণ করেছে।
সুকান্ত মজুমদার লিখেছেন, তৃণমূল নেতা এখানেই থেমে থাকেননি। ওই তৃণমূল নেতা নির্যাতিতার অশ্লীল ছবি তুলেছিলেন, তাকে মারধর করেছিলেন এবং ক্রমাগত হুমকি দিয়েছেন।
সুকান্ত মজুমদার লিখেছেন, এই রাজ্যে নারীদের নিরাপত্তা নেই। এখানে অপরাধীরা রাজনৈতিক আশ্রয় ভোগ করে। তাঁর দাবি, রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। তাঁর দলের সদস্যরা একের পর এক ভয়াবহ অপরাধ করে গেলেও মমতা বন্দ্যোপাধ্যায় নীরব।
আশঙ্কা প্রকাশ করে সুকান্ত লিখেছেন, “আমার কথা মনে রাখবেন— অভিযুক্তকে আনুষ্ঠানিকতা হিসাবে গ্রেপ্তার করা হবে, পরে আপসহীন পুলিশ ব্যবস্থা ব্যবহার করে ছেড়ে দেওয়া হবে, যাতে সে তার অপরাধ চালিয়ে যেতে পারে।” তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ চলছে।
সুকান্ত মজুমদার দাবি করছেন, বাংলার কন্যাদের রক্ষা করতে ব্যর্থতার জন্য মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত। এই বিষয়ে কেন্দ্রীয় মহিলা কমিশনের হস্তক্ষেপ দাবি করেছেন তিনি।
প্রসঙ্গত, কোচবিহারের দিনহাটায় চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রথমে মহিলার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা নেয় ওই তৃণমূল নেতা। এরপর ১৪ মার্চ ইন্টারভিউ- এর কথা বলে বাড়িতে ডেকে ধর্ষণ করা হয় চাকরি প্রার্থী ওই মহিলাকে। প্রতিবাদ করলে মারধরও করা হয় বলে অভিযোগ। ঘটনার পর নির্যাতিতা দিনহাটা মহিলা থানায় অভিযোগ দায়ের করে তৃণমূল নেতা আব্দুল মান্নানের বিরুদ্ধে। সে তৃণমূলের আটিয়াবাড়ি অঞ্চল সভাপতি। তার বিরুদ্ধে ধর্ষণের ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।