Sunita, Modi, মোদীর নিমন্ত্রণে শীঘ্রই ভারতে আসবেন সুনীতা উইলিয়ামস, জানালেন তাঁর পরিবার, ঘরের মেয়ের জন্য হবে সিঙারা পার্টি

আমাদের ভারত, ১৯ মার্চ: দীর্ঘ ৯ মাস পর পৃথিবীতে ফিরলেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। স্বাভাবিকভাবেই উচ্ছ্বস্বিত সুনীতার পরিবার। ভারতে আসার জন্য সুনীতাকে ইতিমধ্যেই আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে তাঁর পরিবারও জানিয়েছে, শীঘ্রই ভারতে আসবেন মহাকাশচারী ও তাঁর পরিবার। জানাগেছে, মহাকাশ কন্যাকে নিয়ে আনন্দে মাততে সিঙারা পার্টির আয়োজন হবে গুজরাটের গ্রামে।

এনডিটিভিকে মহাকাশচারী সুনীতার পরিবার জানিয়েছে, মেয়ে নিরাপদে ফেরায় তারা খুশি। মহাকাশযানে প্রযুক্তিগত ত্রুটির কারণে অপ্রত্যাশিতভাবে দীর্ঘ ৯ মাস মহাকাশে থাকার পর নিরাপদে পৃথিবীতে ফিরেছেন সুনিতা। ঘরের মেয়ের ফেরা নিয়ে উচ্ছ্বসিত ভারতীয়রাও। স্ক্র ড্রাগন আটলান্টিক মহাসাগর ছুঁতেই আনন্দের জোয়ারে ভেসেছে সুনিতার পৈত্রিক গ্রাম গুজরাটের মেহসানা জেলার ঝুলাসন। আতশবাজি ফাটিয়ে, নাচ গান করে আনন্দ উদযাপন করেছে গ্রামবাসীরা।

সুনীতার ভাইয়ের স্ত্রী ফাল্গুনী পাণ্ডের কথায়, এখনো বিশ্বাস হচ্ছে না। ওর নামার মুহূর্তটি যেন এখনো বাস্তব বলে মনে হচ্ছে না। ফাল্গুনীদেবী জানিয়েছেন, শীঘ্রই ভারত সফরে আসবেন সুনিতা। তিনি বলেন, এখনই তারিখ বলতে পারব না, তবে খুব তাড়াতাড়ি ভারতে যাবে সুনিতা। মহাকাশচারীর বাবা দীপক পান্ডের জন্ম ভারতের গুজরাটে। ফলে ভারতের সঙ্গে তাঁর নারীর যোগ রয়েছে।

ফাল্গুনীদেবী আরো জানিয়েছেন, সেরে ওঠার পর পরিবারের সঙ্গেই সময় কাটাবেন সুনীতা। ইতিমধ্যে একসঙ্গে ছুটি কাটানোর পরিকল্পনা করেছেন তারা।

সুনীতা প্রথম যিনি মহাকাশ স্টেশনে সিঙারা খেয়েছেন। তাই ভারতে ফিরলে তার জন্য একটি সিঙ্গারা পার্টির আয়োজন করার পরিকল্পনা করেছেন পরিজনেরা।

সোমবার সুনীতাকে লেখা প্রধানমন্ত্রীর একটি চিঠি প্রকাশ্যে এসেছে। ১ মার্চ লেখা ওই চিঠিতে মোদী লিখেছেন, “আপনার কৃতিত্ব নিয়ে আমরা গর্বিত। ১৪০ কোটি ভারতীয় সব সময় আপনার কৃতিত্বে গর্ববোধ করে। হাজার হাজার মাইল দূরে থাকলেও আপনি আমাদের হৃদয়ে রয়েছেন। ভারতীয়রা আপনার সুস্থতা ও সাফল্য কামনা করে। মহাকাশ থেকে ফিরে ভারতে আসার জন্য সুনীতাকে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। লিখেছিলেন, “ফিরে আসার পর ভারতে আপনাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

মোদীর লেখায় উঠে এসেছে, সুনিতার বাবা দীপক পান্ডা মা বনি এবং স্বামী মাইকেল উইলিয়ামস- এর কথা।

বুধবার ভোর তিনটে সাতাশ মিনিট নাগাদ ইলন মাস্কের মহাকাশচারী সংস্থা স্পেস এক্স- এর মহাকাশযান ফ্লরিডাস সমুদ্রে অবতরণ করে। মহাকাশে ২৮৬ দিন কাটানোর পর পৃথিবীতে ফেরেন সুনীতা সহ চার মহাকাশচারী। আমেরিকার সময় মঙ্গলবার সকাল ১০:৩৫ নাগাদ সুনীতাদের নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছাড়ে স্পেস এক্স ড্রাগন যান। তারপর দীর্ঘ ১৭ ঘণ্টার রুদ্ধশ্বাস অপেক্ষা। বুধবার ভোরে ড্রাগন ক্যাপসুলের দরজা খোলার পর প্রথমে বেরিয়ে আসেন নভঃশ্চর নিক হেকষগ। তারপর প্রায় পাঁচ মিনিট পর ভারতীয় সময় ভোর ৪টে ২২ মিনিট নাগাদ হাসিমুখে বেরিয়ে আসে সুনীতা উইলিয়ামস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *