আমাদের ভারত, ৮ অক্টোবর: চিকিৎসক আন্দোলনে বেসরকারি চিকিৎসকদেরও সামিল হওয়ার আর্জি জানালো পশ্চিমবঙ্গের জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। মঙ্গলবার সংগঠনের যুগ্ম সম্পাদক ডাঃ পুণ্যব্রত গুন এবং ডাঃ হীরালাল কোনার এক বিবৃতিতে এই আবেদন করেছেন। তাঁরা বেসরকারি চিকিৎসকদের কাছে উপযুক্ত কোনও ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেছেন।
এই সঙ্গে সংগঠনের যুগ্ম আহ্বায়ক জানান, “অভয়ার জন্য ন্যায়বিচার’ এবং দুর্নীতি-হুমকি সিন্ডিকেটের বিরুদ্ধে, ক্যাম্পাসের গণতন্ত্র এবং রোগীবান্ধব ব্যবস্থার জন্য গত ৫ দিন ধরে অনশন ও বিক্ষোভে বসেছেন জুনিয়র চিকিৎসকরা। তারপরও আমাদের শিশুদের স্বাস্থ্য বিপর্যয়ের হাত থেকে বাঁচানোর জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকেন কোনও সাড়া মেলেনি।
এসব দাবি নিয়ে যে আন্দোলন চলছে, তার প্রেক্ষিতে অনেক আধিকারিক/সরকারি সিনিয়র ডাক্তার পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছেন। এমতাবস্থায় যদি সরকারি মেডিকেল শিক্ষক/চিকিৎসকরা গণ পদত্যাগ করতে যান, পশ্চিমবঙ্গের জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স সংহতি দেখাবে।