আমাদের ভারত, ৮ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমান বাহিনী দিবস উপলক্ষে ভারতের বীর বিমান যোদ্ধাদের শুভেচ্ছা জানিয়েছেন।
এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, “আমাদের বীর বিমান যোদ্ধাদের বিমান বাহিনী দিবসে শুভেচ্ছা জানাই। সাহসিকতা ও পেশাদারিত্বের জন্য আমাদের বিমান বাহিনীকে সম্মান করা হয়। দেশ রক্ষায় তাদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।”
প্রসঙ্গত, ৮ অক্টোবর, ভারতীয় বিমান বাহিনী দিবস উদযাপনের সময়, আমাদের মনে রাখতে হবে যে এই বাহিনীর কাহিনী কেবল একটি সামরিক বাহিনীর গল্প নয়। এটি আমাদের জাতির গৌরব, আত্মমর্যাদা ও সংগ্রামের গল্প। কেরল-এর বন্যা কিংবা উত্তরাখণ্ডে প্রাকৃতিক দুর্যোগ—ভারতীয় বিমান বাহিনী সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। দেশজুড়ে জঙ্গি দমন অভিযানে, সীমান্তের ওপারে শত্রুদের মোকাবিলায়, কিংবা প্রতিবেশী রাষ্ট্রের দুঃসময়ে—ভারতীয় বিমান বাহিনী নিরলসভাবে নিজেদের উজাড় করে দিয়েছে।