আমাদের ভারত, ৮ অক্টোবর: অসমের চা শ্রমিকদের বোনাস ঘোষণা নিয়ে ওই রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে ধন্যবাদ জানালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি ডঃ সুকান্ত মজুমদার। একই সঙ্গে তিনি পশ্চিমবঙ্গের চা শ্রমিকদের বোনাস ঘোষণা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন।
মঙ্গলবার এক্স হ্যান্ডলে সুকান্তবাবু লিখেছেন, “দুর্গা পূজা উপলক্ষে, অসমের বিজেপি সরকার চা শ্রমিকদের জন্য ২০% বোনাস ঘোষণা করেছে—এই উদ্যোগের জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে ধন্যবাদ।
এদিকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চা শ্রমিকদের কল্যাণে কী করছেন? ছবি তোলার জন্য বছরে একবার তাদের মধ্যে দাঁড়িয়ে থাকা এবং খালি প্রতিশ্রুতি দেওয়া প্রকৃত পরিবর্তন আনবে না। এটা কংক্রিট অ্যাকশনের সময়, থিয়েট্রিক্স নয়!”
প্রসঙ্গত, ২০ শতাংশ হারে বোনাসের দাবিতে অনড় ছিল পশ্চিমবঙ্গের চা-শ্রমিক সংগঠনগুলি। মালিক পক্ষরা সর্বোচ্চ ১৩ শতাংশে রাজি ছিল। কিন্তু, রাজ্য নির্দেশিকা জারি করে জানিয়েছে, ১৬ শতাংশ হারে বোনাস দিতে হবে। অন্যদিকে, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা চা বাগানের শ্রমিক, অসম টি কর্পোরেশন লিমিটেডের কর্মী ও কর্মচারীরা মা দুর্গার আগমন উদযাপনের জন্য ২০ শতাংশ বোনাস পাবেন। এর জন্য বরাদ্দ হয়েছে ৭৮ কোটি টাকা।