আমাদের ভারত, জলপাইগুড়ি, ৭ অক্টোবর: নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগে অভিযুক্ত বৃদ্ধের দশ বছরের কারাদণ্ড ঘোষণা করলো জলপাইগুড়ি জেলা আদালত। জলপাইগুড়ির এক গ্রামের ঘটনা। অভিযুক্ত বৃদ্ধের বয়স বর্তমানে ৬৯ বছর, শারীরিক অসুস্থতার কারণে আদালত নূন্যতম সাজা ঘোষণা করেছেন বলে জানালেন সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত। সোমবার জেলা আদালতের পকসো কোর্টের বিচারক ইন্দিবর ত্রিপাঠি মোট আট জন সাক্ষীর পরিপেক্ষিতে এই সাজা ঘোষণা করেছেন বলে জানালেন সহকারী সরকারি আইনজীবী।
২০২০ সালের ডিসেম্বর মাসের জলপাইগুড়ির এক গ্রামের ঘটনা। নাবালিকার বাবা জলপাইগুড়ি মহিলা থানায় অভিযোগ করে জানায়, নাবালিকা বাড়িতে একাই ছিল। সেই সুযোগে পড়শি বৃদ্ধ নাবালিকাকে বাড়িতে ধর্ষণ করে ও হুমকি দেয়। কিছুক্ষণ বাদে নাবালিকার মা বাড়িতে এসে ঘটনা জানতে পারে। খবর পেয়ে ছুটে আসেন নাবালিকার বাবা। প্রতিবেশি ও স্থানীয় পঞ্চায়েত সদস্যের পরামর্শে নাবালিকার পরিবার জলপাইগুড়ি মহিলা থানায় অভিযোগ জানায়। তদন্তে নেমে পুলিশ মহিলা ২০২১ সালের ১৪ জানুয়ারি অভিযুক্তকে গ্রেফতার করে। তারপর থেকে অভিযুক্ত জেল হেফাজতে ছিল।
সহকারি সরকারি আইনজীবী দেবাশিস দত্ত আরও বলেন, “দশ বছরের কারাদন্ড ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাস কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। নাবালিকাকে দুই লক্ষ টাকা দিতে বলা হয়েছে লিগাল সার্ভিস অথোরিটি থেকে।”