Police, আহত পুলিশ কর্মীর বাঁ চোখের দৃষ্টি শক্তি হারানোর আশঙ্কা

আমাদের ভারত, ২৮ আগস্ট: মঙ্গলবার ছাত্রদের নবান্ন অভিযানের মোকাবিলার দায়িত্বে থাকা আহত পুলিশ কর্মীর আঘাত এতটাই গুরুতর যে তাঁর বাঁ চোখের দৃষ্টিশক্তি হারাতে বসেছেন।

নবান্ন অভিযানে বিক্ষোভকারীদের ছোড়া ইট এসে লেগেছিল কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্ট দেবাশীষ চক্রবর্তীর চোখে। ভিড়ের মধ্যে থেকে ছুটে আসা ইট লাগে তাঁর বাঁ চোখে। সঙ্গে সঙ্গে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।

বুধবার জানা গিয়েছে, চার ঘণ্টা ধরে চলা অস্ত্রোপচার ব্যর্থ হয়। মাত্র ৩৭ বছর বয়সেই চিরদিনের জন্য বাঁ চোখের দৃষ্টি হারাতে বসেছেন তিনি।

সূত্রের খবর, আঘাত এতটাই গুরুতর যে বাঁ চোখের দৃষ্টিশক্তি হারাতে পারেন ওই পুলিশ কর্মী। জানা গিয়েছে, আধলা ইটের টুকরোর আঘাতে তাঁর চোখের মণি ফেটে গিয়েছে।

এদিকে তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে নবান্ন অভিযানে পুলিশের ভূমিকার প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, “আমাদের অফিসারদের রক্ত ঝড়েছে, তা সত্ত্বেও তাঁরা সংযত থেকেছেন।”

বুধবার কলকাতা পুলিশ ফেসবুক পোস্টে ছবি-সহ জানিয়েছে, “গত দুই সপ্তাহে অজস্র প্রকৃত শান্তিপূর্ণ প্রতিবাদ এবং জমায়েত দেখেছে এই শহর। একটি বাদে আর কোথাও কোনরকম হিংসার ঘটনা ঘটেনি। উলটে আন্দোলনকারীদের সবরকম সুবিধা করে দেওয়ায় প্রয়াস করা হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে।

গতকালের আন্দোলনকারীদের ইচ্ছাকৃত হিংসার ফলে দেবাশীষ হয়তো হারাতে বসেছেন তাঁর দৃষ্টিশক্তি। তবে তিনি বা আমাদের অন্যান্য সহকর্মী কোনরকম করুণা বা সহানুভূতি চান না কারোর কাছে। আমরা জানি, এ আমাদের কাজেরই অঙ্গ। এই পোস্টের উদ্দেশ্য, মানুষের বোধশক্তি জাগিয়ে তোলা, যাতে বিভ্রান্তিকর তথ্যের জালে জড়িয়ে না পড়েন, তা নিশ্চিত করা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *