Suvendu, BJP, “পুলিশ ও তৃণমূল গুন্ডাদের বিষাক্ত ককটেল বিজেপিকে ভয় দেখাতে পারবে না,” হুঁশিয়ারি শুভেন্দুর

আমাদের ভারত, ২৮ আগস্ট: “পুলিশ ও তৃণমূল গুন্ডাদের বিষাক্ত ককটেল বিজেপিকে ভয় দেখাতে পারবে না।” বুধবার প্রাসঙ্গিক ভিডিয়ো-সহ এক্স বার্তায় লিখেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বুধবার তিনি লিখেছেন, “ভাটপাড়ায় বিশিষ্ট বিজেপি নেতা প্রিয়ঙ্গু পান্ডের গাড়িতে গুলি চালাচ্ছে টিএমসির গুণ্ডা৷ গাড়ির চালক গুলিবিদ্ধ হয়েছেন। এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং টিএমসি বিজেপিকে রাস্তায় নামানোর চেষ্টা করছে। বনধ সফল হয়েছে এবং লোকেরা এটিকে আন্তরিকভাবে সমর্থন করেছে।”

প্রসঙ্গত, ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত প্রিয়াঙ্গু পান্ডে যুব কংগ্রেসের জেলা অধ্যক্ষ, জেলা সচিব, মহাসচিব এবং রাজ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তারপরেই ২০১০ সালে তিনি কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। ২০১৮ সালে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার পর তিনি ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার রাজ্য কার্য সমিতির সদস্য হন। ২০২১ সালে তিনি ফিরে যান তৃণমূলে এবং সেখানে নিজের কার্যভার দায়িত্বের সাথে পালন করতে থাকেন। বুধবার সকালে তিনি ভাটপাড়ায় নিজের গাড়িতে আক্রান্ত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *