আমাদের ভারত, ২৮ আগস্ট: আরজিকর-কাণ্ডের প্রতিবাদে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর মিছিলের অনুমতি দিলো কলকাতা হাইকোর্ট।
আরজিকরের চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে প্রায় রোজই কোথাও না কোথাও মিছিল, বিক্ষোভ কর্মসূচি চলছে। আরজিকর-কাণ্ডের প্রতিবাদে কলকাতার রাস্তায় মিছিল করার কথা আগেই ঘোষণা করেছিলেন তিনি। মঙ্গলবার মিছিলের অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন অধীরবাবু।
বৃহস্পতিবার কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলের অনুমতি মিলেছে। পুলিশের অনুমতি না পাওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হন অধীরবাবু। তাঁর আবেদনে সাড়া দিয়ে মিছিলের অনুমতি দেন সিঙ্গল বেঞ্চের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। এর পরেই পুরোদমে শুরু হয়ে যায় কংগ্রেসের প্রস্তুতি পর্ব।