কুমারেশ রায়, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর:
ঘাটালে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনো গ্রামীন এলাকাগুলি প্লাবিত। ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ দেবের উদ্যোগে প্রথমে শুকনো খাবার এবং পরে রান্না করা খাবার প্লাবিত এলাকার মানুষদের কাছে পৌঁছে দেওয়া শুরু হয়েছে।
এই বিষয়ে সাংসদ পরিবারের সদস্য মিলন জানা বলেন, ঘাটাল পৌরসভা এলাকার ৯, ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ড প্লাবিত। প্রথমে দেবের উদ্যোগে শুকনো খাবার দেওয়া হলেও এখন রান্না করা খাবার দেওয়ার উদ্যোগ নেয়া হয়েছে। দুধের বাঁধ আশ্রমে রান্না হচ্ছে। আড়াই হাজার মানুষকে রান্না করা খাবার দেওয়া হবে।আমরা বন্যা প্লাবিত এলাকার মানুষের পাশে থেকে তাদের ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এবং এলাকার মানুষ আমাদের সহযোগিতা করছেন।