রাজেন রায়, কলকাতা, ১ ডিসেম্বর: আমফান ত্রাণ নিয়ে যে গন্ডগোল হচ্ছে, তা আগে থেকেই আঁচ করে রাজ্য সরকারকে বারবারই হলফনামা তলব করেছিল কলকাতা হাইকোর্ট। আর এবার ১০০ কোটি টাকার হিসেবে নয় ছয় করা হয়েছে বলে অনুমান করে ক্যাগকে দুর্নীতি তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তিন মাসের মধ্যে আমফানের ত্রাণ দুর্নীতিতে ক্যাগকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
আদালতের নির্দেশ, কারা ত্রাণ পেয়েছেন তাদের তালিকা তৈরি করতে হবে। সমস্ত ক্ষতিগ্রস্ত ত্রাণ পেয়েছেন কি না জানাতে হবে তাও। সঙ্গে ত্রাণবণ্টনে দুর্নীতি হয়ে থাকলে কোন সরকারি আধিকারিকরা সেজন্য দায়ী তা খুঁজে বার করতে হবে। তাদের বিরুদ্ধে প্রশাসনের তরফে কী পদক্ষেপ করা হয়েছে জানাতে হবে তাও। তবে ত্রাণ বণ্টনে কোনও স্থগিতাদেশ দেয়নি আদালত। সঙ্গে রাজ্য সরকারকেও হলফনামা আকারে এ ব্যাপারে তাদের বক্তব্য জানানোর সুযোগ দিয়েছে হাইকোর্ট।
গত ২০ মে-তে ঘূর্ণিঝড় আমফানের জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিগ্রস্তদের করা আবেদনের ভিত্তিতে বণ্টন করা হয় ত্রাণ। কোনও বাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হলে ২০,০০০ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হয়।
তার পরে ও মোট পাঁচটি আর্থিক দুর্নীতির অভিযোগে জনস্বার্থ মামলা হয়েছিল হাইকোর্টে। তাঁর পরিপ্রেক্ষিতেই হাইকোর্টের এই পদক্ষেপ বলে সূত্রের খবর।