Forest department, Jhargram, ঝাড়গ্রামে হাতি মারার ঘটনায় ২ ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে পেশ বনদপ্তরের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২১ আগস্ট: ঝাড়গ্রামে হাতি হত্যার ঘটনায় ২ ব্যক্তিকে গ্রেফতার করল বনদপ্তর। ২ জনের নাম হলো অজয় মাহাতো ও দীপক মাহাতো। অজয়ের বাড়ি ঝাড়গ্রাম থানার রাজাবাসা ও দীপকের বাড়ি লাউড়িয়াদাম গ্রামে।

বুধবার সকালে ২ জনকে পেশ করা হয় ঝাড়গ্রাম আদালতে। তাঁদের বিরূদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ১৯৭২ এর ৯ নম্বর ধারায় (বন্যপ্রাণী হত্যা) তাদের গ্রেফতার করে আদালতে পেশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *