আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২৯ জানুয়ারি:
শুক্রবার থেকে শুরু হল তিন দিনের উত্তর ২৪ পরগনা জেলা লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি উৎসব। উদ্বোধনী অনুষ্ঠান সহ তিন দিনে মোট ৩০০ জন শিল্পী অংশগ্রহণ করবে অনুষ্ঠানে, যারা প্রত্যেকেই লোকপ্রসার প্রকল্পের সঙ্গে যুক্ত বলে তথ্য সংস্কৃতি দপ্তর সূত্রে জানা গিয়েছে।
শুক্রবার বিকেলে হাবড়ার দেশবন্ধু পার্কের মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, উত্তর ২৪ পরগনার অতিরিক্ত জেলা শাসক ইন্দ্রনীল ভট্টাচার্য্য, জেলা পরিষদের সভাধিপতি বিনা মন্ডল, হাবড়া এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক জয়ন্ত দে সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও অন্যান্য আমন্ত্রিত অতিথিরা প্রদীপ প্রজ্জ্বলন করে এই উৎসবের উদ্বোধন করেন।
শুক্রবার সন্ধ্যা থেকেই হাবড়ার দেশবন্ধু পার্কের মাঠের সামনে যশোর রোডের দুই ধারে আদিবাসী নৃত্য, মহিলা ঢাকি, ধামসামাদল সহ খোল কর্তালের সুমধুর আওয়াজ এবং পুরুলিয়ার ছৌনাচ হৃদয় কেড়েছে হাবড়াবাসীর। অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন দপ্তরের সরকারি আধিকারিক ও জনপ্রতিনিধিরা সম্মিলিতভাবে প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন। লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতির বিভিন্ন শিল্পকলাকে উৎসবের মধ্যে দিয়ে তুলে ধরা হবে, এমনটাই জানিয়েছেন উত্তর ২৪ পরগনা জেলার তথ্য-সংস্কৃতি বিভাগের আধিকারিক দেবাশীষ দত্ত।