আমাদের ভার, হাওড়া, ২৯ জানুয়ারি: প্রত্যাশিত যেটা ছিল সেটাই হল শুক্রবার। দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন ডোমজুড়ের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন আগে নিজের মন্ত্রী পদ থেকে পদত্যাগ করার পর শুক্রবার নিজের বিধায়ক পদ থেকে পদত্যাগ করেন রাজীব বন্দ্যোপাধ্যায়। পরে তৃণমূলের সদস্য পদ থেকেও ইস্তফা দেন এই তৃণমূল নেতা। রাজনৈতিক মহলের ধারণা দাপুটে এই নেতার বিজেপিতে যোগদান এখন শুধু সময়ের অপেক্ষা।
শুভেন্দু অধিকারীর পর এবার রাজীব বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলেন এই নেতা। এদিন সকালে বিধানসভায় গিয়ে অধ্যক্ষের হাতে নিজের বিধায়কের পদত্যাগ পত্র জমা দেন। পরে তিনি বেরিয়ে এসে বলেন, নিয়ম অনুযায়ী আমি অধ্যক্ষের হাতে পদত্যাগ পত্র জমা দিয়েছি। এদিন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান। রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, আমি রাজনীতি করি মানুষের স্বার্থে। সুতরাং মানুষের জন্য আমি কাজ করে যাব। বিজেপিতে যাওয়া প্রসঙ্গে তাঁর বক্তব্য, মন্ত্রী পদ থেকে পদত্যাগ করার পর আমি কোনও সিদ্ধান্ত নিইনি। সাত দিন অপেক্ষা করেছি। কারণ আমি জানি সংসদীয় গণতন্ত্রে মানুষের জন্য কাজ করতে গেলে কোনও রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকতে হয়। কারণ নির্দল হয়ে সংসদীয় গণতন্ত্রে মানুষের জন্য কাজ করা যায় না। তবে আমি কোন দলে যাব সেটা শনিবার পরিষ্কার করে বলবো।
অন্যদিকে রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিজেপিতে যোগদান নিয়ে পরিষ্কার করে কিছু না বললেও রাজনৈতিক মহলের ধারণা আগামী রবিবার ডুমুরজলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জনসভায় শুধু রাজীব বন্দ্যোপাধ্যায় নয় বৈখালী ডালমিয়া, লক্ষ্মীরতন শুক্লা, প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী, প্রবীর ঘোষাল সহ একাধিক তৃণমূল নেতা বিজেপিতে যোগ দেবে। এখন শুধু সেটা সময়ের অপেক্ষা। আর বিধানসভা নির্বাচনের আগে হাওড়া জেলায় যেভাবে তৃণমূলে ধস নামছে তাতে বিধানসভা নির্বাচনে হাওড়া জেলায় তৃণমূলের ফল খুব একটা ভালো হবে না বলেই রাজনৈতিক মহলের ধারণা।