Football, Midnapur, মেদিনীপুরে প্রথম ডিভিশন চ্যাম্পিয়ন হলো সমাগম ক্লাব, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত সাংসদ জুন মালিয়া

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ অক্টোবর: প্রতি বছরের মতো এবছরও মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থার পরিচালনায় প্রায় এক মাস আগে শুরু হয়েছিল ৬টি ব্লকের মোট ২৬টি ক্লাবকে নিয়ে প্রথম বিভাগীয় ও দ্বিতীয় বিভাগীয় লিগ কাম নক আউট ফুটবল প্রতিযোগিতা “মহকুমা কাপ-২০২৪।” আজ ছিল প্রথম বিভাগের চূড়ান্ত পর্যায়ের খেলা। ফাইনালে অংশগ্রহণ করে মেদিনীপুর শহরের দুই স্বনামধন্য ফুটবল ক্লাব রাঙামাটি সমাগম ক্লাব ও মেদিনীপুর স্পোর্টিং ক্লাব।এই খেলায় সমাগম ক্লাব ৭-১ গোলে মেদিনীপুর স্পোর্টিং ক্লাবকে পর্যুদস্ত করে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে। প্রথম ডিভিশন লিগের রাঙামাটি সমাগম ক্লাবের পক্ষ থেকে সর্বোচ্চ গোলদাতা হন “মহেশ্বর রায়” ও সেরা গোলকিপার এর খেতাব অর্জন করেন এই ক্লাবেরই গোলকিপার “অমিত কুমার দাস।”

ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেদিনীপুর লোকসভার সাংসদ জুন মালিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সন্দীপ সিংহ, সঞ্জিত তোরই সহ অমিয় কুমার ভট্টাচার্য, প্রদ্যুৎ ঘোষ, প্রদীপ সরকার, আবীর আগরওয়াল, শম্ভুনাথ চট্টোপাধ্যায়, তারাপদ পাল, রঞ্জিত দাস, তনা অধিকারী প্রমুখ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ জুন মালিয়া প্রতি বছর সুষ্ঠুভাবে এইরকম সুন্দর ফুটবল প্রতিযোগিতা আয়োজন করার জন্য মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সহ কমিটির সমস্ত সদস্যদের ভুয়সী প্রশংসা করেন এবং মেদিনীপুরের সাংসদ হিসাবে মেদিনীপুরের ক্রীড়া জগৎকে আরও উন্নত করে তোলার সর্বোচ্চ প্রচেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দেন।

অন্যদিকে মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সন্দীপ সিংহ বলেন, “যুবসমাজকে ফুটবল খেলায় আরও উজ্জীবিত করতে ও মেদিনীপুর তথা জেলার ফুটবল মহলের মান উন্নয়নের লক্ষ্যে প্রতি বছরই আমরা এই টুর্নামেন্টের আয়োজন করি। আগামী বছর আরও সুন্দরভাবে আমরা এই টুর্নামেন্টের আয়োজন করার চেষ্টা করবো।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *