আমাদের ভারত, ১ অক্টোবর: বন্যা বিধ্বস্ত বাংলা। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গের বিস্তীর্ণ এলাকা জলের তলায়। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ধ্বস নেমেছে। এই পরিস্থিতিতে বন্যা মোকাবিলায় রাজ্যকে আর্থিক সাহায্যের ঘোষণা করলো কেন্দ্র। মঙ্গলবার রাজ্যকে ৪৬৮ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। তবে কেবল পশ্চিমবঙ্গ নয়, ১৩টি রাজ্যকে আর্থিক সাহায্য করা হয়েছে। সব মিলিয়ে ১৪টি রাজ্যের জন্য ৫ ৮৫৮.৬০ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে রাজ্যগুলির পাশে থাকারও আশ্বাস দিয়েছেন তিনি।
অমিত শাহ নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় রাজ্যগুলির পাশে সব সময় কেন্দ্র রয়েছে। প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত রাজ্যের জন্য ৫৮৫৮.৬০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
রাজ্যে বন্যার জন্য ডিভিসিকে দায়ী করে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন। সেখানে বন্যা মোকাবিলায় কেন্দ্রীয় সাহায্যের আবেদনও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতোই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বাংলা সহ একাধিক রাজ্যকে আর্থিক সাহায্য করা হয়েছে।
বিপর্যয় মোকাবিলা তহবিল এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে এই টাকা দেওয়া হয়েছে বলে জানাগেছে। বন্যা পরিস্থিতিতে ক্ষয়ক্ষতি সামাল দেওয়ার জন্য অগ্রিম এই টাকা দিয়েছে কেন্দ্র সরকার। এছাড়াও পশ্চিমবঙ্গের বন্যা পরিস্থিতি পর্যালোচনার জন্য কেন্দ্রীয় মন্ত্রীদের একটি দল আসবে রাজ্যে। বন্যায় রাজ্যের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখে কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট দেবে মন্ত্রীদের নিয়ে তৈরি ওই প্রতিনিধি দল।