BJP, Arjun Singh, Naihati, ভোট পরবর্তী হিংসা অব্যাহত! নৈহাটিতে আক্রান্ত মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকার পরিবার, দেখা করলেন অর্জুন সিং

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৬ জুন: গত ৪ জুন লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর এখনো ভোট পরবর্তী হিংসা অব্যাহত রয়েছে। গত পরশুদিন নৈহাটির ২৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বলাইবাগ মন্ডলপাড়া অঞ্চলে ব্যারাকপুর সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা অনিন্দিতা সরকারের বাড়িতে অত্যাচার চালায় কিছু দুষ্কৃতী।

বিজেপির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। ওনারা জানান, পরশুদিন রাতের অন্ধকারে দুষ্কৃতীরা আসে এবং বাড়িঘর ভাঙ্গচুর করে। গতকালও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসে মারধর চালায় এবং বিজেপি নেত্রীর স্বামী এবং তার মায়ের ওপর অত্যাচার চালায়। ঘরের দরজা- জানলা, অটো ও গাড়ি ভাঙ্গচুর করে। আজ সেই বিজেপি মহিলা কর্মীর বাড়িতে গিয়ে বিজেপির বিদায়ী সাংসদ অর্জুন সিং দেখা করে তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূলের নৈহাটি টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি সনৎ দে জানান, এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগসূত্র নেই। একটি বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এই বাড়ি ভাঙ্গচুরের ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *