নীল বনিক, আমাদের ভারত, ১ জুন: ধর্মীয় স্থান খোলার ব্যাপারে মুখ্যমন্ত্রী ছাড় দেওয়ার কথা ঘোষণা করলেও আজ খুলল না কালীঘাট মন্দিরের দরজা। সকাল থেকেই পুলিশের উপস্থিতি নজরে পড়লেও এদিন মন্দিরের দরজা খোলা হয়নি। কোন ভক্ত আসেননি, কোনও দোকানও খোলা হয়নি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় কালিঘাট মন্দির না খোলায় রাজ্যের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। নবান্নে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন পয়লা জুন থেকে রাজ্যের ধর্মস্থানগুলি খুলতে পারবে। সামাজিক দূরত্ব বজায় রেখেই ধর্মস্থানে পূজা, প্রার্থনা করা যাবে। কিন্তুু সোমবার রাজ্য সরকারের সিদ্ধান্ত মতো কলকাতার কালিঘাট মন্দিরের দরজা খোলেনি।
মন্দিরের সামনে আজ সকাল থেকেই ছিল পুলিশ। কিন্তু কোনও সেবাইত সকালে আসেননি। আশেপাশের ফুল, মালা সহ মিষ্টির দোকানগুলিও বন্ধ। হয়নি কোনও ভক্ত সমাগম।
কয়েকদিন আগেই কলকাতার ইস্কন মন্দির কর্তৃপক্ষ জানিয়েছিলেন পয়লা জুন তারা মন্দিরের দরজা দর্শনার্থীদের জন্য খুলবেন না। ইস্কনের দেখানো পথেই হাঁটল কালিঘাট মন্দির কর্তৃপক্ষ। সরকারি ভাবে মন্দির খোলানিয়ে এখনও পর্যন্ত অবশ্য কিছুই বলে কালিঘাট মন্দির কর্তৃপক্ষ।