আমাদের ভারত, বালুরঘাট, ১লা জুন: দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের ১০ জন পরিযায়ী শ্রমিকের সোয়াব পরীক্ষার ফল পজিটিভ এল। জানা গেছে, ২২, ২৫ ও ২৭ মে পাঠানো লালা রসের পরীক্ষা থেকে এই ফল আসে। মূলত কুমারগঞ্জ ব্লকের দিওর অঞ্চলের আট জন, বটুন অঞ্চলের এক জন ও ভৌর অঞ্চলের পাটিতপুকুর এলাকার এক জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এই রিপোর্ট আসা মাত্রই ব্লক স্বাস্থ্য দপ্তর ও ব্লক প্রশাসনের চূড়ান্ত ব্যস্ততা চোখে পড়ে।
যদিও প্রশাসনিক ভাবে এখনো এবিষয়ে কোনো ঘোষণা করা হয়নি। এ নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৬।