আমাদের ভারত, ২৮ মে: ১৪০ কোটি ভারতীয়র আকাঙ্খার প্রতীক এই নতুন সংসদ ভবন। নয়া সংসদ ভবনে প্রথম বক্তৃতায় এমনটাই দাবি করেছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায় ইতিহাসে অমর হয়ে থাকবে এই দিনটা। মোদী বলেন, এই নয়া সংসদ ভবন বিশ্বের কাছে ভারত সংকল্পের বার্তা তুলে ধরছে। তাঁর দাবি, নতুন সংসদ ভবন ভারতের উত্থানের সাক্ষী হয়ে উঠবে।
আজ বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি দেশের উন্নয়ন যাত্রায় এমন কিছু মুহূর্ত আসে যা অমর হয়ে যায়। ২৮ মে দিনটি তেমনই একটি দিন বলে দাবি করেছেন মোদী। সংসদ ভবনের উদ্বোধনের দিন তিনি বলেছেন, নতুন সংসদ শুধু একটা ভবন নয়, এটি ভারতের ১৪০ কোটি মানুষের আকাঙ্ক্ষার প্রতীক। ভারত এগিয়ে গেলে বিশ্ব এগিয়ে যায়। নতুন সংসদ ভারতের উন্নয়নের মাধ্যমে বিশ্বকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবে বলেও মত প্রকাশ করেছেন তিনি।
সংসদ ভবনে সেঙ্গল স্থাপন প্রসঙ্গে মোদী বলেন, ‘আজ সংসদে পবিত্র সেঙ্গল স্থাপন করা হয়েছে। চোল রাজ বংশের বেঙ্গল ন্যায়বিচার, ন্যায় পরায়ণতা এবং সুশাসনের প্রতীক ছিল এই সেঙ্গল।” তাঁর কথায়,
“এটা আমাদের সৌভাগ্য যে আমরা পবিত্র সেঙ্গলের গর্ব পুনরুদ্ধার করতে পেরেছি। এই কক্ষের কাজ যখনই শুরু হবে তখনই সেঙ্গল আমাদের অনুপ্রাণিত করবে।
প্রধানমন্ত্রী বলেন, “নতুন সংসদের প্রয়োজন ছিল। আগামীতে সংসদের সংখ্যা বাড়বে। তার জন্য নতুন সংসদ তৈরি করা সময়ের প্রয়োজন ছিল।” নয়া ভবনটি আধুনিক সুযোগ-সুবিধা অত্যাধুনিক গেজেট দিয়ে সজ্জিত। তিনি জানান, ৬০ হাজারেরও বেশি শ্রমিকের কর্মসংস্থান করেছে এই সংসদ। তাদের কঠোর পরিশ্রমকে সম্মান জানাতে কেন্দ্র একটি ডিজিটাল গ্যালারি তৈরি করেছেন বলেও জানিয়েছে প্রধানমন্ত্রী।
নয়া সংসদ ভবনের প্রথম বক্তব্যে বিজেপি শাসনের কর্মকাণ্ডের কথা তুলে ধরেছেন মোদী। তিনি বলেন, “পঞ্চায়েত ভবন থেকে সংসদ ভবন আমাদের অনুপ্রেরণা আমাদের দেশ এবং জনগণের উন্নয়নের প্রতীক। নতুন সংসদের নির্মাণে আমরা যেমন গর্বিত তেমনি গত ৯ বছরে দেশে ৪ কোটি দরিদ্র মানুষের জন্য বাড়ি এবং ১১ কোটি শৌচালয় নির্মাণের কথা ভাবলে তা আমাকে তৃপ্তি দেয়। যখন আমরা নতুন সংসদে আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে কথা বলি, তখনই আবার সন্তোষ বোধ করি যে আমরা দেশের গ্রামগুলিকে সংযুক্ত করার জন্য চার লক্ষ কিলোমিটারের বেশি রাস্তা তৈরি করতে পেরেছি।”