সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৮ মে: স্বাধীনতা সংগ্ৰামের অক্লান্ত যোদ্ধা বীর বিনায়ক দামোদর সাভারকরের পূন্য জন্মদিবস শ্রদ্ধার সাথে পালিত হলো বাঁকুড়ায়। বীরের জন্মদিন উপলক্ষে বাঁকুড়া জেলা হিন্দু মহাসভার উদ্যোগে সারাদিন ধরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে বাঁকুড়া শহরের সাভারকর সরণীর রানীগঞ্জ মোড়ে স্হাপিত বীরের মূর্তিতে মাল্যদান করেন বিধায়ক নিলাদ্রী দানা, হিন্দু মহাসভার জেলা সম্পাদক সুশান্ত নন্দী, যুবনেতা হরসুন্দর দত্ত সহ বহু বিশিষ্ট ব্যক্তি।
বিকালে আয়োজন করা হয় আত্মরক্ষা মূলক লাঠি খেলা। তারপর শুরু হয় মহতী জনসভা। ইতিহাস বিদ ও গবেষক ডঃ প্রগতি বন্দোপাধ্যায়, বিশিষ্ট সাংবাদিক সোমনাথ বরাট, শিক্ষাবিদ সমীর দাস, বাঁকুড়া সদর
কেন্দ্রের বিধায়ক নিলাদ্রী দানা প্রমুখ বীরের জীবনী আলোচনা করেন ও তার কর্মধারা তুলে ধরে বক্তব্য রাখেন। দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন বৃন্দাবন বরাট।