আমাদের ভারত, ১৮ আগস্ট: আরজিকর হাসপাতালে নির্যাতিতার ধর্ষণ ও হত্যা এবং সেটিকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে সামাজিক মাধ্যমে কড়া প্রতিক্রিয়া দিলেন বিজেপি-র জাতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা।
রবিবার তিনি এক্স-বার্তায় লিখেছেন, “তৃণমূলের অধীনে পশ্চিমবঙ্গ নারী-বিরোধী, যুব-বিরোধী এবং গণতন্ত্র বিরোধী। মুখ্যমন্ত্রী রাজ্যের জনগণের দেখভালে ব্যর্থ হয়েছেন। তিনি এমন একটি প্রশাসনের নেতৃত্ব দিচ্ছেন যা দায়িত্ব নিয়ে লুটপাট করছে। তাঁর লৌহমুষ্ঠিতে যেন স্পষ্টভাবে জং ধরেছে, সাঙ্ঘাতিকভাবে জং ধরেছে।
প্রসঙ্গত, আরজিকর-কান্ডের প্রতিবাদে গত ক’দিনে নানা হাসপাতালে চিকিৎসকদের আন্দোলন, বিভিন্ন জায়গায় প্রতিবাদ ও সমাবেশ চলছে। এর সঙ্গে রবিবার যুক্ত হয় যুবভারতী ক্রীড়াঙ্গণের সামনে অশান্তি। উল্টোডাঙার মোড়, কৈখালির মোড়, রুবির মোড়ে অনেক বিক্ষোভকারীকে আটকে দেয় পুলিশ। সে সব জায়গায়ও প্রতিবাদ শুরু হয়। ক্রীড়াঙ্গণের সামনে থেকে মিছিল বার করতে উদ্যত সমবেত প্রতিবাদীদের হঠাতে লাঠি চালায় পুলিশ। বেশ কয়েকজনকে আটক করে।