পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ আগস্ট: দেশের আইআইটি পরিকাঠামোতে সর্বপ্রাচীন আইটি হিসেবে পরিচিত আইআইটি খড়্গপুরের আজ ৭৪তম প্রতিষ্ঠা দিবস। প্রতিষ্ঠানে দিনটি মর্যাদার সঙ্গে উদযাপন করা হয়েছে। নীতি আয়োগের প্রাক্তন সিইও অমিতাভ কান্ত, ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ, পদ্মবিভূষণ প্রাপ্ত সাংসদ সোনাল মানসিং, ডিআরডিও চেয়ারম্যান সমীর ভি কামাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আজকের অনুষ্ঠানে ২৫ বছরের বেশি কর্মরত কর্মীদের সম্মাণিত করার পাশাপাশি যুব প্রাক্তনীদেরও সম্মাণিত করা হয়। প্রতিষ্ঠানের নির্দেশক বীরেন্দ্র তেওয়ারি জানান, বিশ্বের প্রথম দশটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আইআইটি খড়গপুরকে নিয়ে আসা তাঁদের মূল লক্ষ্য। পাশাপাশি তিনি জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে স্নাতক স্তরে পঠনপাঠন এই প্রতিষ্ঠানে শুরু হয়েছে। তাতে ৫১ জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছে।