Arjun Singh, BJP, “মুখ্যমন্ত্রীর পরিবার সৌজন্য শব্দটা জানে না, তারা পশ্চিমবঙ্গকে নিজেদের জমিদারি ভেবেছে”, মুকুল রায়কে অভিষেকের গদ্দার মন্তব্য প্রসঙ্গে বললেন অর্জুন সিং

আমাদের ভারত, ব্যারাকপুর, ২৮ ফেব্রুয়ারি: মুকুল রায়কে গদ্দার বলা নিয়ে ব্যারাকপুরে শুরু রাজনৈতিক তরজা।

“রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার সৌজন্য শব্দটা জানে না, ব্যানার্জি পরিবার পশ্চিমবঙ্গকে নিজেদের জমিদারি ভেবে নিয়েছে,” বর্ষীয়ান রাজনীতিক মুকুল রায়কে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা গদ্দার মন্তব্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন বিজেপির নেতা তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিং।

প্রসঙ্গত, গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃণমূলে দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে মুকুল রায়কে নিয়ে যে মন্তব্য করেছিলেন সেই সময় সেই মন্তব্য মঞ্চের নীচে বসে শুনছিলেন মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়। সেই বিষয়ে মুকুল পুত্রের অবস্থান নিয়ে এদিন প্রশ্ন তুললেন অর্জুন সিং। এদিন তিনি মুকুল পুত্রের সহ্য ক্ষমতা নিয়ে বলেন, “নিজের বাবার প্রসঙ্গে এমন কথা বসে বসে শোনা যায় কীকরে এটাই বুঝতে পারছি না। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে মুকুল রায়কে তৃণমূলে যুক্ত করিয়েছিলেন, আর সে এমন কথা বলছে। প্রকাশ্যে মুকুল রায়কে গালিগালাজ দেওয়া হলো, অপমান করা হলো, আর তার ছেলে ধৈর্য ধরে সেটা শুনল। মুকুল রায় তৃণমূলে আছে।”

অপর দিকে মুকুল পুত্র শুভ্রাংশু রায়ের বক্তব্য, এটা সম্পূর্ণ দলীয় বিষয়। এটা দলের মুখপাত্র বলবেন। আমি পুত্র হিসেবে বলবো আমার বাবা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *