Mamata, TMC, সময়ের মধ্যে, গতি এনে কাজ করতে আলোচনাসভায় নির্দেশ মমতার

আমাদের ভারত, ৩ মার্চ: সময়ের মধ্যে, গতি এনে কাজ করতে হবে সরকারি দফতরগুলিকে। সোমবার নবান্নে স্টেট লেভেল ইনভেস্টমেন্ট সিনার্জি কমিটির (এসএলআইএসসি) বৈঠকে এই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি মনে করি সরকারি ভাবে কোনওরকম দেরি করা যাবে না। সিরিয়াসলি সবটা ভাল করে দেখতে হবে। স্টাডি করতে হবে। তারপর মুখ্যসচিব সেগুলি নিয়ে আমার কাছে আসবেন। এখন দিন পালটেছে। আজকের জনতা পাল্টেছে। জমি, অগ্নিনির্বাপন, পরিবেশ দফতরকে আমি বিশেষ নজর দিতে বলব।

তিনি বলেন, “এটা প্রথম বৈঠক স্টেট লেভেল সিনার্জি বৈঠক। মুখ্যসচিব বলেছেন, ১৫ দিনের মধ্যে এই কমিটি বৈঠক করবেন। ডিএম’দের নেতৃত্বেও এ ধরনের সমন্বয় কমিটি তৈরি করব। জেলাগুলি অনেক বড়।
সিঙ্গল উইন্ডো সিস্টেম হবে। এতে সহজে শিল্পের জন্য বিনিয়োগ করা যাবে এবং সমস্যা থাকলে তার সমাধান করা যাবে এই পোর্টালের মাধ্যমে।

তিনি বলেন, আজ ফেসবুকে অনেক ভিডিয়ো দেখলাম। পশ্চিমবঙ্গ বিনিয়োগের পক্ষে বিশেষ আদর্শ। একটা বড় কারখানা হলে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান হতে পারে। ছোট ছোট কারখানা হলে লক্ষাধিক কর্মসংস্থান হতে পারে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *