আমাদের ভারত, ৩ মার্চ: রাজ্যের শিল্পায়নের স্বার্থে কোনও শিল্পে বাধা না দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে স্টেট লেভেল ইনভেস্টমেন্ট সিনার্জি কমিটির (এসএলআইএসসি) বৈঠকে এই নির্দেশ দিলেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, দফতরের সঙ্গে দফতরের সমন্বয় রাখতে হবে। সব দফতরের সচিবরা এখানে আছেন। সব ক্লিয়ারেন্স হয়ে গেলে এক মাসের মধ্যে অনুমতি দিতে হবে। দেরি হলে কিন্তু পস্তাতে হবে। কোথাও কোনও বাধা থাকলে তা সমাধান করার কাজ আপনাদের। রিয়েল টাইম ট্র্যকিং সিস্টেম তৈরি হয়েছে।
তিনি বলেন, আমি মুখ্যসচিবকে বলব আমায় সঠিক সময়ে রিপোর্ট জমা দেবেন। বাংলার উন্নয়ন এবং কর্মসংস্থানের জন্য আমাদের দেখতে হবে। ট্রেড ইউনিয়নদের বলব কোনও ব্যক্তিগত সুবিধার জন্য কাজে বাধা দেবেন না। শিল্পপতিদের বলব কেউ টাকা চাইলে দেবেন না, আর হঠাৎ করে ছাঁটাই করবেন তাও চলবে না।
তিনি বলেন, দুর্গাপুর এবং হলদিয়ার আইএনটিটিইউসি’ র INTTUC-র চেয়ারম্যান বদল করব। নাইট টাইমে ওয়াচ টাওয়ার বাড়াতে হবে। সিসিটিভিগুলো যেন ঠিক থাকে। নজর বাড়াতে হবে। পরপর একাধিক অনুষ্ঠান আছে। ১৪ এপ্রিল কালীঘাটের স্কাই ওয়াকের উদ্বোধন হবে।