রাজেন রায়, কলকাতা, ৪ জানুয়ারি: কৃষক বিক্ষোভের সময় তাদের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী বলেছিলেন, রাজ্য সরকারের জন্যই পশ্চিমবঙ্গের কৃষকরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন। শেষ পর্যন্ত নিজেকে কৃষক বন্ধু প্রমাণ করতে আজ সোমবার নবান্ন থেকে এই প্রকল্প রাজ্য চালু করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কিষান সম্মান নিধি নিয়ে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে চাপানউতোরে অনেকদিন ধরে সমস্যা চলছিল। সম্প্রতি বেশ কয়েকটি চিঠিও হয়েছে আদানপ্রদান। ফোনে কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমারের সাথে নিজে কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরেই এই বিষয়ে নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, ”আমরা এখন জেনেছি যে কৃষকদের নথিভুক্ত করতে কেন্দ্র একটি আলাদা পোর্টাল করেছে। সেটির তথ্য রাজ্যের কাছে নেই। অথচ বারবার বলা হচ্ছে বাংলা কোনও তথ্য ভেরিফাই করছে না। ওদের কাছে বাংলা হয়তো অচ্ছুত কিন্তু আমার কাছে সবার আগে কৃষক। সেই কারণে সব জানার পর আমি ওদের বলেছি সমস্ত তথ্য পাঠিয়ে দিতে, আমরা সব ভেরিফাই করে দেব। কৃষকদের নিয়ে কোনও রাজনীতি আমি করতে চাই না।” এছাড়াও তিনি বলেন,”কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা রাজ্যের সমস্ত কৃষকরাই পান। কেউ যদি বাড়তি হিসেবে কেন্দ্রের সুবিধাও পান, তবে তাতে আমার কোনও অসুবিধা নেই।”
প্রথম থেকেই ‘কিষাণ সম্মান নিধি’ প্রকল্পে অসহযোগিতার অভিযোগ উঠে এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। যা নিয়ে সরব হয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। পরবর্তীকালে এই প্রকল্প বাংলায় চালুর জন্য কেন্দ্রকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু রাজ্যের দাবি ছিল, টাকা সরাসরি কৃষকদের না পাঠিয়ে তাদের হাতে দেওয়া হোক। সেই দাবি কেন্দ্র মানতে না চাওয়ার জন্য এতদিন ধরে এ প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন পশ্চিমবঙ্গের কৃষকরা। তবে এবার সেই সমস্যা অনেকটাই মিটতে চলেছে বলে মনে করছেন সকলে।