স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৪ জানুয়ারি: সিভিল ডিফেন্স কর্মীদের স্থায়ীকরণের দাবিতে জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ ও ডেপুটেশন কৃষ্ণনগরে। তাদের অভিযোগ সরকার তাদের ভোটের সময়, দুর্যোগে, করোনাকালীন পরিস্থিতিতে ব্যবহার করে। অন্য সময় তাদের বসিয়ে রাখা হয়। তাদের বিনা নোটিশে কাজ থেকে বের করে দেওয়া হয়। তাই আজ তারা স্থায়ীকরণের দাবিতে নদিয়ার জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখায় ও ডেপুটেশন জমা দেন। সরকারকে তারা বার্তা দিতে চায় যে তারা নানা ক্ষেত্রে দুর্যোগ হোক, করোনা হোক যখন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে তখন তারা অস্থায়ী কেন। ভোটের সময় যখন তাদের ব্যবহার করা হয় তাহলে বাকি সময় তাদেরকে বসিয়ে দেওয়া হয় কেন? তাদের দাবি স্থায়ীকরণের।