পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ জুন: কুয়েতে অগ্নিকাণ্ডে মৃত বাংলার শ্রমিকের মৃতদেহ এসে পৌঁছোল মেদিনীপুরে। শনিবার সকাল সাড়ে ১১টা নাগাদ মেদিনীপুরের শরৎপল্লীর বাড়িতে এসে পৌছায় দ্বারিকেশ পট্টনায়েকের মরদেহ। মৃতদেহ বাড়িতে এসে পৌঁছানোয় কান্নায় ভেঙে পড়েন পরিবার পরিজনেরা। অন্যদিকে মৃত দ্বারিকেশ পট্টনায়েককে শেষ শ্রদ্ধা জানাতে অনেকেই উপস্থিত হয়েছিলেন তাঁর বাড়িতে। প্রত্যেকেই তাঁর মরদেহে মাল্যদান করে শেষ শ্রদ্ধা জানান। পরে মেদিনীপুর থেকে মরদেহ নিয়ে গ্রামের বাড়ি দাঁতনের খন্ডরুইয়ের তুরকার উদ্দ্যেশ্যে রওনা দেন পরিবার পরিজনেরা।
জানা গেছে, গ্রামের বাড়িতে শেষকৃত্য সম্পন্ন হবে দ্বারিকেশ পট্টনায়েকের। মেদিনীপুরের বাড়িতে উপস্থিত ছিলেন সাংসদ জুন মালিয়া, সমাজসেবী সুজয় হাজরা, পুরপ্রধান সৌমেন খান সহ অন্যান্যরা।

