পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ জুন: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মদিবস উপলক্ষে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে আজ বিকেলে মেচেদা বিদ্যাসাগর স্মৃতি ভবনে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নৃপেন্দ্র নাথ রায়। নজরুলের জীবন সংগ্রামের নানা দিক নিয়ে আলোচনা করেন মেদিনীপুর জেলা বিদ্যাসাগর স্মরণ সমিতির অন্যতম সহঃ সভাপতি গৌরী শঙ্কর দাস।
শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান উপলক্ষে ২৪ জন কৃতি ছাত্র-ছাত্রীদের স্মারক উপহার, অনন্য দেশনায়ক ও মহামানব বিদ্যাসাগরের বই, সামান্য অর্থ সাহায্য দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। নজরুল সঙ্গীত, গীতি আলেখ্য, নজরুলের লেখা পাঠ, আবৃত্তি, আলোচনা প্রভৃতির মাধ্যমে সমগ্র অনুষ্ঠানটি মনোজ্ঞ হয়ে উঠে। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যাসাগর গ্রন্থাগার অনুরাগী সমিতির যুগ্ম সম্পাদক ডাঃ কালি শঙ্কর পাত্র ও হেয়াতুল হোসেন।