স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৮ মে: নদিয়ার শিবনিবাস পঞ্চায়েতের বিরুদ্ধে বেআইনিভাবে আম বিক্রির অভিযোগ তুললেন বিজেপির বিরোধী দলনেতা সুজিত ঘোষ। তাঁর অভিযোগ টেন্ডার ছাড়াই পঞ্চায়েত প্রধানের যোগসাজশে সরকারি গাছের আম বিক্রি হয়ে যাচ্ছে। পঞ্চায়েত এলাকায় প্রায় ১৬ থেকে ১৭টা গাছের আম বিরোধীদের কাউকে না জানিয়ে সরকারি টেন্ডার ছাড়াই প্রধান বিক্রি করে দিচ্ছে।
অন্যদিকে শিবনিবাস পঞ্চায়েতের প্রধান রাখি ঘোষ জানান, এরকম কোনও খবর তিনি জানেনই না। লকডাউনের মধ্যে এসব কিছু করাই হয়নি। আসলে আম বিক্রিই হয়নি। আর টেন্ডার যে হয় তাই আমি জানি না। ওখানে কটা গাছ আছে তাও আমার জানা নেই।
কৃষ্ণগঞ্জের বিডিও কামাল উদ্দিন জানান, পঞ্চায়েতের রাস্তার ধারে ৫ থেকে ৬টা গাছ আছে, ওখানের আম স্থানীয় মানুষজন পেড়ে নেয়। আগে অবশ্য টেন্ডার করা হতো। তবে আমি প্রধানের কাছে রিপোর্ট চেয়েছি। প্রধান মৌখিকভাবে আমাকে জানিয়েছেন যে আম সেরকম হয় না বলে টেন্ডার ডাকা হয়নি। তবে রিপোর্ট পাঠানোর পরেই আমি ব্যাপারটা তদন্ত করে দেখব।