সাথী প্রামানিক, পুরুলিয়া, ১৮ মে: পুরুলিয়া জেলার দুঃস্থ মানুষের হাতে দুপুরের খাবার পৌঁছে দিচ্ছে তৃণমূল যুব কংগ্রেসের সদস্যরা। পুরুলিয়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার থেকে শুরু হয়ে চলবে টানা তিন দিন।
পুরুলিয়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, রান্না স্থল গুলিকে কল্পতরু কমিউনিটি কিচেন নাম দেওয়া হয়েছে। ২৮টি “কল্পতরু” কমিউনিটি কিচেনের মাধ্যমে জেলার নয়টি বিধানসভায় ৫ হাজার জন করে মোট ৪৫ হাজার দুঃস্থ মানুষের খাবারের ব্যবস্থা করা হয়েছে। এদিন ভোর থেকেই শুরু হয়ে যায় রান্না করার প্রস্তুতি পর্ব। বেলার মধ্যে রান্না করা(ভাত, ডিমের কারি) খাবার প্যাকেট বন্দি করে জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা দুঃস্থ মানুষের কাছে তা পৌঁছে দেওয়া হয়।
পুরুলিয়া জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সুশান্ত মাহাতো জানান, ‘সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় এই একটা ছোট প্রচেষ্টা মাত্র।’