আমাদের ভারত, বনগাঁ, ২ ফেব্রুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি দেওয়া ব্যানার ছেঁড়ার অভিযোগে গাইঘাটা থানার সামনে বিক্ষোভ শুরু করল বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার যুব মোর্চার সদস্য, সদস্যরা। মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা থেকে গাইঘাটা থানার সামনে যশোর রোডের পাশে এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে। তাদের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ঘটনা ঘটিয়েছে। পুলিশ দুষ্কৃতীদের যদি গ্রেফতার না করে তাহলে আরো বড় আন্দোলন শুরু করবে তারা।
গত ৩০ শে জানুয়ারি গাইঘাটা ঠাকুরনগরে আসার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী। সে কারণে গাইঘাটা জুড়ে লাগানো হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীর পোস্টার ব্যানার৷ গোবরডাঙ্গা সহ একাধিক জায়গায় সেই পোস্টার-ব্যানার ছেঁড়ার অভিযোগে ও দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে গাইঘাটা থানার সামনে বিক্ষোভ বলে জানিয়েছেন বিজেপির যুব সভাপতি সঞ্জীব চৌধুরী।