রায়গঞ্জে কনের বিয়ের কাজ করলেন মহিলা পুরোহিত সুলতা মণ্ডল

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২ ফেব্রুয়ারি: শুধু পুরুষ নয় গত কয়েক বছর ধরে বেশ কিছু মহলা পুরোহিতের কাজ করছেন। তাঁদের রীতিমতো প্রশিক্ষণ দিয়ে পুরোহিতের কাজ শেখানো হয়েছে। এতদিন তাঁরা শুধু পুজো আর্চাই করতেন। এবার আর একটু ব্যাতিক্রমী কাজ করে দেখালেন রায়গঞ্জের এক মহিলা পুরোহিত। কনের বাড়িতে বিয়ের কাজও পারদর্শিতার সাথে করে দেখালেন তিনি।

রায়গঞ্জ শহরের মোহরকুঞ্জে বিয়ের কাজ করলেন মহিলা পুরোহিত সুলতা মন্ডল। উত্তর দিনাজপুর তথা উত্তরবঙ্গে সর্বপ্রথম মহিলা পুরোহিত দিয়ে কনের বিয়ে দেওয়ার ঘটনাকে ঘিরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা ছিল মোহরকুঞ্জের এই বিয়ের অনুষ্ঠানে। রায়গঞ্জের বাসিন্দা শিপ্রা রায়ের মেয়ে ঋতুপর্ণা রায়ের বিয়ের পুরোহিতের সমস্ত কাজই করলেন সুলতা মন্ডল। অনুষ্ঠানে নিমন্ত্রিত থেকে অতিথি অভ্যাগত এবং পরিবারের মহিলারা গর্বিত একজন মহিলার এই পুরোহিত পেশায় যুক্ত হওয়ায়।

রায়গঞ্জ বীরনগরের বাসিন্দা শিপ্রা রায়ের মেয়ে ঋতুপর্ণা রায়ের সাথে হেমতাবাদের বারইবাড়ির পাত্র ধীরেন্দ্র নাথ দে’র বিয়েতে পুরোহিতের কাজ করলেন দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের ঠ্যাঙাপাড়ার মহিলা পুরোহিত সুলতা মন্ডল। বিয়ের অধিবাস থেকে শুরু করে নারায়ণ শিলার পুজো এবং বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে বিয়ের কাজ সম্পন্ন করলেন মহিলা পুরোহিত।

মহিলা পুরোহিত সুলতা মন্ডল জানালেন, সমাজে যে মহিলারা কোনও অংশেই কম নয়, তারা পুরুষদের সাথে সমান তালে সব কাজ করতে পারলেও এখনও কেউ এই পেশায় এগিয়ে আসেনি। তাই তিনি পুরোহিতের পেশাকে বেছে নিয়েছেন। মহিলা পুরোহিত দিয়ে নিজের বিয়ে হওয়া প্রসঙ্গে পাত্রী ঋতুপর্ণা বলেন, আমি নিজে একজন মেয়ে হয়ে পরিবার চালাতে অংশগ্রহন করছি। যে আমাকে জন্ম দিয়েছেন, বড় করে তুলেছেন সেও একজন মহিলা। একজন মহিলা পুরোহিত তাঁর বিবাহ কার্য সম্পন্ন করাতে তিনি যেমন খুশী তেমনই গর্বিত। ঋতুপর্ণার মতো খুশী তাঁর পরিবার ও আত্মীয়স্বজন বন্ধুবান্ধব।

বৈদিক গ্রন্থে কিছু নারী ঋষি বা মুনির কথা উল্লেখ আছে। একজন নারী ঋষি হওয়ার অর্থ তিনি বৈদিক মন্ত্র উচ্চারণ করে সমস্ত দেবদেবী পূজা আর্চা ও যাগযজ্ঞ করতেন। কিন্তু মধ্যযুগীয় পুরুষতান্ত্রিক সমাজে নারীদের সেই মান মর্যাদাকে দমিয়ে রেখে সমাজের বহু জায়গা থেকে তাদের পেছনে ফেলে রাখা হয়েছিল। এতদিন পুজো পাঠ যাগযজ্ঞ বিবাহ অন্নপ্রাশনের মতো সামাজিক মাঙ্গলিক অনুষ্ঠান সম্পন্ন করতেন পুরোহিতেরা। এখন থেকে সেই ধ্যান ধারনা পালটে দিয়ে সমাজের মহিলারাও এগিয়ে এসেছেন পুরোহিতের কাজে। পূজো পাঠ যাগযজ্ঞের পাশাপাশি এবার বিয়ের কাজও করছেন মহিলা পুরোহিতরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *