বসিরহাট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে জিতল বাম– কংগ্রেস জোট

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা২ ফেব্রুয়ারি: সাফল্য পেল বাম কংগ্রেস জোট। বসিরহাট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে জিতল এই জোট।

টানটান উত্তেজনার মধ্যে বসিরহাট মহকুমা আদালতে বার অ্যাসোসিয়েশনের ভোট গণনা শেষ হল। বাম ও কংগ্রেস ধর্মনিরপেক্ষ জোট ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট ৮ টি আসন পেল, বিরোধী জোট প্রগ্রেসিভ ল ইয়াস ফ্রন্ট পেল ৩টি আসন। বিরোধী জোটকে হারিয়ে পুনরায় ক্ষমতায় এল বসিহাট মহাকুমার বার অ্যাসোসিয়েশনের ধর্মনিরপেক্ষ বাম কংগ্রেসের জোট। বিজেপিকে বাদ দিয়ে এই ধর্মনিরপেক্ষতার জোট তৈরি হয়েছিল। বিজেপির সদস্যরা লড়েছিল প্রগ্রেসিভ ল ইয়াস ফ্রন্টের হয়ে। মোট আসন ১১, প্রার্থী ছিল ২২ জন। ১৯২ ইলেক্টোরাল ভোট। তারমধ্যে ১৮৫টা ভোট পড়েছিল ছিল বাম কংগ্রেস ধর্মনিরপেক্ষতা জোটের পক্ষে। এই জোট ২০২১ এর বিধানসভা নির্বাচনে প্রভাব ফেলবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *