ভারতীয় জনতা পার্টি একটি সংশোধনাগার, এখানে সকলকে সংশোধিত করে দেশের উন্নয়নে শামিল করা হবে, বললেন শ্রীরূপা মিত্র

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৫ জানুয়ারি: “ভারতীয় জনতা পার্টি একটি সংশোধনাগার, এখানে সব রাজনৈতিক দল, সর্ব ধর্মের মানুষদের স্বাগত জানিয়ে তাদের সংশোধিত করে মোদীজির নেতৃত্বে দেশজুড়ে উন্নয়নের কাজে শামিল করা হবে। আমরা সকলের জন্য দুয়ার খুলে রেখেছি”। রায়গঞ্জে বিজেপির উত্তর দিনাজপুর জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এমন মন্তব্য করেন বিজেপির কিষাণ মোর্চার উত্তরবঙ্গের পর্যবেক্ষক শ্রীরূপা মিত্র। সাম্প্রতিক কালে বেশকিছু তৃণমূল কংগ্রেস বিধায়ক, শীর্ষ নেতা ও তৃণমূল কর্মীর বিজেপিতে যোগদান করা প্রসঙ্গে রায়গঞ্জের দলীয় জেলা কার্যালয়ে এমন মন্তব্য করেন বিজেপি নেত্রী শ্রীরূপা মিত্র। তিনি বলেন, পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপির ব্যাপক প্রসার হয়েছে। সাধারণ মানুষ থেকে বিভিন্ন রাজনৈতিক দল থেকেও বিজেপিতে যোগদান করছেন। এরাজ্যেও মোদীজীর উন্নয়নের জাহাজ আনতে চায় মানুষ। আর সেকারণেই বিজেপি সবার জন্য দুয়ার খুলে রেখেছে।

বিজেপির গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচির পাশাপাশি বাংলার ৪৯ হাজার গ্রামে গিয়ে কৃষকদের ঘরে ঘরে গিয়ে মুষ্টি চাল সংগ্রহ করার অভিযান শুরু করেছে বিজেপির কৃষক সংগঠন কিষাণ মোর্চা। কৃষকদের ঘর থেকে মুষ্টির চাল সংগ্রহ করার পাশাপাশি বাংলার কৃষকদের সমস্যা শোনা এবং কেন্দ্রীয় কৃষি আইন সম্পর্কে কৃষকদের অবহিত করার কর্মসূচি নিয়েছে বিজেপি কিষাণ মোর্চা। কিষাণ মোর্চার সেই কর্মসূচি রূপায়নের লক্ষ্যে শুক্রবার রায়গঞ্জে আসেন বিজেপির উত্তরবঙ্গের মুখপাত্র তথা কিষাণ মোর্চার উত্তরবঙ্গের পর্যবেক্ষক শ্রীরূপা মিত্র। বিজেপি নেত্রী শ্রীরূপা মিত্র বলেন, তৃণমূলের ডুবন্ত জাহাজে কেউই আর থাকতে চাইছে না। মোদীজীর উন্নয়নের জাহাজে চাপতে বাংলার মানুষ অধীর অপেক্ষায় আছেন। সব রাজনৈতিক দলের নেতা কর্মীদের বিজেপি স্বাগত জানিয়েছে। তিনি বলেন, বিজেপি দেশ তথা পৃথিবীর সর্ববৃহৎ একটি রাজনৈতিক দল। বিজেপি হল সংশোধনাগারের দল। তাই বাংলায় বিজেপিকে মানুষ সাদরে গ্রহণ করে নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *