সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৭ জুলাই: ধর্ষণের ঘটনায় দশ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন বাঁকুড়া আদালতের বিচারপতি। বাঁকুড়া জেলা আদালতের মুখ্য সরকারি আইনজীবী রথীন কুমার দে যে ২০২২ সালের ২৩ জুলাই গঙ্গাজলঘাঁটি থানার ডাংজুদিয়া গ্রামে এক মহিলা বিকেলে পুকুরে স্নান করতে গিয়েছিলেন, তখন এলাকারই বাসিন্দা অভিযুক্ত শচীন মন্ডল (২২) ৪৩ বছরের ওই মহিলাকে একা পেয়ে জোর করে ধর্ষণ করে।
২৪ জুলাই, তিনি ঘটনা বিস্তারিত জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শেষে ৩০ আগস্ট ২০২২ তারিখে চার্জশিট দাখিল করে। মামলায় মোট ১৫ জন সাক্ষী হাজির করা হয়, যার মধ্যে সরকারের পক্ষে ১৩ জন এবং আসামিদের পক্ষে ২ জন সাক্ষী ছিল।
রথীন দে বলেন, অভিযুক্তকে দোষী সাব্যস্ত করার সময় বাঁকুড়া আদালত (১) এর মাননীয় অতিরিক্ত জেলা বিচারক মালতী কর্মকার ৩৭৬ ধারায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে ১০ বছরের কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ডের আদেশ দেন।