আমাদের ভারত, ১২ মে: “গতকালের সামরিক বাহিনীর যুগ্ম সাংবাদিক সম্মেলনের পরে কালীঘাটের খালধার থেকে আর হুক্কা হুয়া রব শোনা যাচ্ছে না।” সোমবার এই মন্তব্য করলেন ভারতের অন্যতম প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
তিনি এক্সবার্তায় লিখেছেন, “মুসলমান ভোট ব্যাঙ্ককে তোয়াজ করতে হলে পাকিস্তানের দুঃখে দুখী হতে হয়, ভারতের যুদ্ধ প্রচেষ্টাকে ব্যঙ্গ করতে হয়, ইন্দিরা গান্ধীর সঙ্গে তুলনা করে মোদীকে টেনে নীচে নামাবার চেষ্টা করতে হয়। সব চেষ্টা বিফলে গেছে।”