Amit, Sukanta, Buddha, ভগবান বুদ্ধকে শ্রদ্ধা জানালেন অমিত শাহ ও সুকান্ত মজুমদার

আমাদের ভারত, ১২ মে: বুদ্ধ পূর্ণিমার দিন ভগবান বুদ্ধকে শ্রদ্ধা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

সোমবার এক্সবার্তায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখলেন, “বুদ্ধ পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা”। তিনি লিখেছেন, “জ্ঞান, করুণা এবং অহিংসার পথ অনুসরণ করে মানব সমাজকে সাম্য ও ঐক্যের বার্তা প্রদানকারী ভগবান বুদ্ধের জীবন হলো চিন্তা, কথা এবং কর্মের সঙ্গম। আমি সকলের সুখ ও শান্তির জন্য ভগবান বুদ্ধের কাছে প্রার্থনা করি।”

এদিন ভগবান বুদ্ধকে শ্রদ্ধা জানালেন সুকান্ত মজুমদার। “বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্ম্মং শরণং গচ্ছামি, সঙ্ঘং শরণং গচ্ছামি”। এই উক্তির মাধ্যমে ভগবান বুদ্ধকে শ্রদ্ধা জানালেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি-র রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।

সুকান্তবাবু লিখেছেন, “রাজ্যবাসীকে জানাই বুদ্ধ পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা। ভগবান গৌতম বুদ্ধের বার্তা — যা সত্য, সমতা ও সহানুভূতির উপর প্রতিষ্ঠিত— চিরকাল মানবজাতির জন্য এক দীপ্তিমান পথপ্রদর্শক। ত্যাগ, তপস্যা ও করুণায় ভরা তাঁর জীবন দর্শন বিশ্বকে শান্তি, সহমর্মিতা ও মানবিকতার পথে এগিয়ে চলার প্রেরণা জুগিয়ে যাবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *