আমাদের ভারত, ২৪ ফেব্রুয়ারি: উত্তরাখণ্ডে ইতিমধ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়েছে। এবার একই পথে হাঁটতে চলেছে অসম সরকারও। তাই অভিন্ন দেওয়ানি বিধি অসমে চালুর পথে বড় পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুসলিম বিবাহ ও বিবাহ বিচ্ছেদ রেজিস্ট্রি আইন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার। শীঘ্রই এই আইন প্রত্যাহার করে নেওয়া হবে বলে জানাগেছে।
শুক্রবার অসমের মন্ত্রী জয়ন্ত মল্লা বড়ুয়া জানান, ক্যাবিনেট বৈঠকে মুসলিম বিবাহ আইন প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীঘ্রই এটি বিল আকারে বিধানসভায় পেশ করা হবে। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অধিবেশন চলবে, তার আগেই বিল পেশ ও পাস করানোর চেষ্টা করবে হিমন্ত বিশ্ব শর্মার সরকার।
জয়ন্ত বড়ুয়া বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একাধিকবার অভিন্ন বিধি চালু করার আগ্রহ দেখিয়েছেন। তার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অসমের মুসলিম আইন ও বিবাহ বিচ্ছেদ আইন ১৯৩৫- এ প্রত্যাহার করা হবে। এই আইনের অধীনে, মুসলিমদের বিয়ে ও বিবাহ বিচ্ছেদ রেজিস্টার করা হবে না। আমরা বিশেষ বিবাহ আইনের অধীনে এই বিষয়গুলি আনতে চাইছি। মন্ত্রী জানিয়েছেন, এই আইন প্রত্যাহারের ফলে রাজ্যে বাল্যবিবাহ কমবে। যারা মুসলিম বিবাহ রেজিস্ট্রেশন করেন এমন ৯৪ জন রেজিস্টারকে এককালীন ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।
উত্তরাখণ্ডে ইতিমধ্যে অভিন্ন দেওয়ানি বিধি পাস করা হয়েছে। এটি দেশের প্রথম রাজ্য যেখানে অভিন্ন দেওয়ানি বিধি পাশ করা হলো। উত্তরাখণ্ডের এই সিদ্ধান্তের পরে অসমের মুখ্যমন্ত্রী শীঘ্রই রাজ্যে এই আইন চালু করার আগ্রহ দেখিয়েছেন।
সকল নাগরিকদের জন্য এক আইন, কোন ধর্ম বা জাতির ভিত্তিতে বিয়ে, বিবাহ বিচ্ছেদ, সম্পত্তির অধিকার ও দত্তক নেওয়ার আইনে কোনো ফারাক থাকবে না এর ফলে।