100 days workers, June Malia, ১০০ দিনের বকেয়া টাকা না পাওয়া শ্রমিকদের নাম নথিভুক্তকরণ সহায়তা কেন্দ্র পরিদর্শন জুন মালিয়ার

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ ফেব্রুয়ারি: বহু আন্দোলনের পরেও ১০০ দিনের কাজের বকেয়া অর্থ দিচ্ছে না কেন্দ্রের বিজেপি সরকার। সম্প্রতি আবারও এমনটাই অভিযোগ তুলে রাজ্যের শ্রমিকদের বকেয়া অর্থ রাজ্য সরকার দেবে বলে ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই মতো রাজ্যজুড়ে শ্রমিকদের বকেয়া অর্থ দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। তারই অঙ্গ হিসেবে রাজ্যজুড়ে সহায়তা কেন্দ্র চালু করেছে রাজ্যের শাসক শিবির তৃণমূল।

১০০ দিনের কাজের বঞ্চিত শ্রমিকদের ২ বছরের বকেয়া পারিশ্রমিক পাওনার ক্ষেত্রে সারা রাজ্যের সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লক স্তরে সহায়তা কেন্দ্র খুলে বঞ্চিত শ্রমিকদের নাম নথিভুক্ত করার কাজ শুরু হয়েছে। এবার সেই সমস্ত সহায়তা কেন্দ্রগুলি পরিদর্শন শুরু করেছেন রাজ্যের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা। পশ্চিম মেদিনীপুর সদর বিধানসভা কেন্দ্রের বিধায়ক জুন মালিয়া তাঁর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতগুলিতে আয়োজিত সহায়তা কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনের পাশাপাশি সহায়তা কেন্দ্রে বসে শ্রমিকদের নাম নথিভুক্ত করতেও দেখা মিলেছে বিধায়ক জুন মালিয়াকে।

মেদিনীপুর সদর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শালবনী ব্লকের কর্ণগড় অঞ্চলের ভাদুতলা,কাশিজোড়া,বাঁকিবাঁধ, সাতপাটি এবং মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া, ধেড়ুয়া, মণিদহ, কনকাবতী অঞ্চলের সহায়তা কেন্দ্রগুলি পরিদর্শনের পাশাপাশি নাম নথিভুক্তকরণে হাতও লাগান জুন মালিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *