আম২৪ ফেব্রুয়ারি: লোকসভা নির্বাচনের প্রাক্কালে অমৃত ভারত প্রকল্পে পূর্ব এবং দক্ষিণ-পূর্ব রেলের অধীনে থাকা স্টেশনগুলির উন্নয়নের কাজের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। স্টেশনগুলির মধ্যে বাংলা পাবে বেশ কয়েকটি স্টেশন। তাই রেল এখন তৎপর। এই অনুষ্ঠানে যাতে কোনো রকম সমস্যা তৈরি না হয় তার জন্য চলতি কাজ আপাতত বন্ধ রেখেছে রেল। শনিবার থেকে সোমবার পর্যন্ত কাজ বন্ধ থাকবে, উদ্বোধন ও শিলান্যাস হয়ে যাওয়ার পরে আবারও স্বাভাবিক কাজকর্ম শুরু হয়ে যাবে। সোমবার ভার্চুয়ালি স্টেশনের উন্নয়ন এবং সাবওয়ে শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী।
আসানসোল ডিভিশনের সিনিয়র ডিভিশনাল সিগন্যাল টেলিকম ইঞ্জিনিয়ার শিবপ্রকাশ যাদব লিখিতভাবে জানান, মাটির মধ্যে যেসব কাজকর্ম চলছে সে সব পুরোপুরি বন্ধ রাখতে হবে। খোঁড়াখুঁড়ির জেরে বিঘ্ন ঘটতে পারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে। তাই সেই সব কাজ বন্ধ রাখা হয়েছে।
আসানসোলের সাতটি স্টেশন দুমকা, বাসুকিনাথ, দেওঘর, শঙ্করপুর, বিদ্যাসাগর, জামতারা, পানাগড় স্টেশনের উন্নয়নের শিলান্যাস করা হবে। এছাড়া আরো ১১টি সাবওয়ের উদ্বোধন হবে।
অন্যদিকে ডানকুনি ও বর্ধমানের বেশ কিছু নতুন প্রকল্পে শিলান্যাসের কথা আছে। ঐদিন দক্ষিণ-পূর্ব রেলে ৪৬টি স্টেশন এবং ১০৮ টি রোড ওভারব্রিজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। যার মধ্যে ২২টি স্টেশন বাংলার। উন্নয়নের জন্য ব্যয় হবে ৫৯৭.১৫ কোটি টাকা। এগুলির মধ্যে রয়েছে আদরা, বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া, খড়্গপুর, মেচেদা, উলুবেরিয়া, আন্দুল, পাঁশকুড়া, দিঘা হলদিয়া সহ একাধিক স্টেশন। জয়রামবাটী মাতৃ মন্দিরের আদলে গড়ে উঠবে বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন। ২৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রস্তাবিত এই প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করবেন।
রাজ্যের রেলস্টেশনগুলির মান উন্নয়নে ১৩ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তার মধ্যে ৫৬ কোটি টাকা খরচ হবে শ্রীরামকৃষ্ণ সারদা মায়ের পদধূলি ধন্য বিষ্ণুপুর স্টেশনের জন্য। জয়রামবাটী মাতৃ মন্দিরের আদলে মডেল স্টেশন তৈরি করার পাশাপাশি আন্দুল সোনামুখী স্টেশনেরও মানে উন্নয়ন হবে।
এদিকে মার্চ মাসের একেবারে প্রথম থেকেই বাংলা থেকে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করতে চলেছেন নরেন্দ্র মোদী। বারাসতের আগে প্রধানমন্ত্রী আরামবাগে সভা করবেন। ১ মার্চ নরেন্দ্র মোদী আরামবাগে আসছেন বলে খবর। আরামবাগের পর ২ মার্চ কৃষ্ণনগরের সভা করতে পারেন। এরপর ৬ মার্চ বারাসাতে তার সভা রয়েছে। অর্থাৎ মাত্র এক সপ্তাহের মধ্যে তিন তিনবার বঙ্গ সফরে আসবেন প্রধানমন্ত্রী।