Elephant, Bankura, শীতের শুরুতেই বাঁকুড়া জেলায় ৫২টি হাতির একটি দলের আগমন, আশঙ্কায় চাষিরা, সচেতন বনকর্মীরা

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৭ ডিসেম্বর: শীতের শুরুতেই বাঁকুড়া জেলায় ঢুকে পড়েছে একটি হাতির দল। আর এই হাতির দলের আগমনে জঙ্গল মহলে ফসলে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন গ্রামবাসীরা।এখনও অনেক জমিতে আমন ধান কাটা হয়ে ওঠেনি। কোথাও কাটা ধান জমিতে গাদা করে রাখতে হয়েছে। অন্যদিকে জমিতে রয়েছে শীতকালীন সবজি।এই সময় বিশাল হাতির দল এলাকায় এসে পড়ায় ক্ষতির আশঙ্কায় চাষিরা। ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুরের সীমানা পেরিয়ে বিষ্ণুপুরের জঙ্গল হয়ে হাতির দলটি জয়পুরের আধকাটার জঙ্গলে ঢুকে পড়েছে।

উল্লেখ্য, মাত্র দেড় মাস আগে বাঁকুড়া জেলা ছেড়ে পশ্চিম মেদিনীপুরে একটি হাতির দল চলে যাওয়ায় হাফ ছেড়ে বেঁচেছিলেন চাষিরা। দেড় মাস যেতে না যেতেই ৫২টি হাতির আসার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কে ভুগছেন জেলার চাষিরা। জীবন ও ফসল হানি এড়াতে জঙ্গল লাগোয়া এলাকাগুলিতে সতর্কতা জারি করেছে বন দফতর। মাইকিং করে সতর্ক বার্তা প্রচার করছে বনদপ্তর।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, দলটিতে ৮টি শাবক রয়েছে। হাতির দলটির অভিমুখ দেখে বন দপ্তরের অনুমান মাচানতলার জঙ্গল হয়ে দ্বারকেশ্বর নদের দিকে যেতে পারে। বন দফতরের তরফে ইতিমধ্যেই জঙ্গল লাগোয়া এলাকায় চুড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। দলটির গতিবিধির ওপর ২৪ ঘণ্টা নজরদারি করছে বন কর্মীরা। সকাল ও সন্ধ্যার সময় স্থানীয়দের জঙ্গল পথ এড়িয়ে যাতায়াত করার পরামর্শ দিচ্ছেন তারা।

পাঞ্চেত বন বিভাগের এডিএফও বীরেন কুমার শর্মা জানান যে, বন বিভাগের এলিফেন্ট মুভমেন্ট ট্র্যাকিং গ্রুপগুলিকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে হাতির গতিবিধির ওপর কড়া নজর রাখতে এবং তা গ্রামবাসীদের কাছে পৌঁছে দিয়ে সতর্ক করতে। অনেক সময় তাদের নজর এড়িয়ে এক- দুটি হাতি এদিক ওদিক চলে যেতে পারে। এতে বিপত্তি ঘটতে পারে। তাই পরিস্থিতির ওপর কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *