পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১১ জানুয়ারি: সর্বভারতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় মহিলা ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় দিনেও খেলা বেশ জমে ওঠে। এদিন লিগের খেলার ফলাফলগুলি হল আনামালাই বিশ্ববিদ্যলায় ২, রাঁচি বিশ্ববিদ্যালয় ৩। গুরুনায়ক দেব বিশ্ববিদ্যালয় ৬, কোটা বিশ্ববিদ্যালয় ৩। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ১, মাদ্রাজ বিশ্ববিদ্যালয় ১। মুম্বই বিশ্ববিদ্যালয় ১, লাভলি পি ইউনিভার্সিটি ১। হরিয়ানার গুরু জেইউএসটি ৪, গোয়া বিশ্ববিদ্যলায় ১, সম্বলপুর বিশ্ববিদ্যালয় ০, ভিইএলএস বিশ্ববিদ্যালয় ০। এল এন আই পিই গোয়ালিয়র ০, বংশীলাল বিশ্ববিদ্যালয় ১। এলএন মিথিলা বিশ্ববিদ্যালয় ০, কালিকট বিশ্ববিদ্যালয় ৬। লিগের ম্যাচগুলি হয়েছে শহরের শ্রী অরবিন্দ
স্টেডিয়াম ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের শহিদ ক্ষুদিরাম ক্রীড়াঙ্গনে।
দু’দিনের ম্যাচ শেষে লিগ টেবিলে ৬ পয়েন্ট পেয়ে শীর্ষে রয়েছে হরিয়ানার গুরু জেইউএসটি বিশ্ববিদ্যালয়, রুনানক দেব বিশ্ববিদ্যালয়, আনামালাই বিশ্ববিদ্যালয় এবং হরিয়ানার বংশীলাল বিশ্ববিদ্যালয়। ৪ নম্বর পেয়েছে মাদ্রাজ ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। আজ বৃহস্পতিবার খেলার পরই বোঝা যাবে শেষ চারে কোন চারটি দল পৌঁছাবে। বুধবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বিবেকানন্দ সভাগৃহে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ছাড়াও অতিথি শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। মনে হবে যেন এক টুকরো ভারত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য ড: সুশান্ত চক্রবর্তী, রেজিষ্টার জয়ন্ত কিশোর নন্দী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি। উপাচার্য ড: সুশান্ত চক্রবর্তী বলেন যে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সকলে বেশ আনন্দ উপভোগ করেছেন। বিশ্ববিদ্যালয় মানে ভাবের আদান প্রদান করা। আমরা আমাদের সংস্কৃতিকে যেমন দেশ সহ বিশ্বের আঙ্গিনায় তুলে ধরবো। সেইরকমই দেশ তথা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সংস্কৃতিকে ধারণ করবো। বিশ্ববিদ্যালয় মানে শুধুমাত্র পড়াশোনা নয়, বরং পড়াশোনার পাশাপাশি খেলাধুলা সহ নানান সাংস্কৃতিক চর্চারও কেন্দ্রবিন্দু। আজকের অনুষ্ঠানে আমাদের দেশের বৈচিত্র্যের মধ্যেই ঐক্য তুলে ধরা হয়েছে।