আমাদের ভারত, ১২ জানুয়ারি: ভারতীয় সংস্কৃতি এবং ধর্মীয় ভাবধারাকে বিশ্বের মঞ্চে তুলে ধরার জন্য তাঁকে শত প্রণাম জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শুক্রবার স্বামীজিকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে হিন্দিতে লেখেন, “জন্মবার্ষিকী এবং জাতীয় যুব দিবস উপলক্ষে স্বামী বিবেকানন্দকে শত শত প্রণাম৷ উনি ভারতের ধর্মীয় আবেগ এবং সংস্কৃতিকে বিশ্ব মঞ্চে তুলে ধরেছিলেন৷ সময়ের সঙ্গে তাঁর চিন্তাভাবনা, বার্তা, উৎসাহ এবং আগ্রহ যুবসমাজকে নতুন কিছু করে দেখানোর অনুপ্রেরণা জোগাবে।”