আমাদের ভারত, ১১ জানুয়ারি: ৩১ জানুয়ারি থেকে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী সরকারের দ্বিতীয় দফায় সংসদের শেষ বাজেট অধিবেশন। ১ ফেব্রুয়ারি সংসদে ২০২৪-২৫ অর্থ বর্ষের ভোট অন অ্যাকাউন্ট পেশ করতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ৯ ফেব্রুয়ারি অধিবেশন শেষ হতে পারে।
সংবাদ সংস্থা এএনআই- এর প্রতিবেদনে প্রকাশিত হয়েছে এই খবর। লোকসভা ভোটের বছর হওয়ায় এই বছর পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন হবে না। সাংবিধানিক রীতি মেনে অর্থমন্ত্রী লোকসভায় পেশ করবেন ভোট অন অ্যাকাউন্ট বা অন্তর্বর্তীকালীন বাজেট। লোকসভা ভোটের পর নতুন সরকার লোকসভায় পেশ করবে পূর্ণাঙ্গ বাজেট প্রস্তাব। প্রথা মেনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৩১ জানুয়ারি সংসদের দুই কক্ষে যৌথ অধিবেশনে বক্তৃতা করবেন।
প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, লোকসভা ভোটের আগে অন্তর্বতী বাজেটে পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের কেন্দ্রীয় অর্থ সাহায্য দ্বিগুণ করা হতে পারে। প্রসঙ্গত, পিএম কিষান বার্ষিক বরাদ্দে ৬ হাজার টাকা তিন কিস্তিতে অর্থ সাহায্য পান কৃষকরা। সেটা মহিলা কৃষকদের ক্ষেত্রে দ্বিগুণ করার সম্ভাবনা রয়েছে। এছাড়াও পেট্রোল-ডিজেলের দাম কমানোর সম্ভাবনা রয়েছে।